ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলংকার নাটকীয় জয়

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় নেপালের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে শ্রীংলকা। যোগ করা সময়ের শেষ মুহূর্তের রিফনাস মোহাম্মদের দেয়া গোলে ১-০ গোলে নেপালকে পরাজিত করে লংকানরা।

বুধবার কেরেলার ত্রিবান্দাম গ্রিনফিল্ড স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ এর ম্যাচে শুরু থেকে দাপট নিয়েই খেলতে থাকে নেপাল। দারুণ কিছু সুযোগ সৃষ্টির পর স্ট্রাইকারদের ব্যর্থতায় উল্টো পরাজয় বরণ করতে বাধ্য হয় দলটি।

ম্যাচের ১৪ মিনিটে শ্রীলংকান গোলরক্ষক সুজন পেরেরার দারুণ দক্ষতায় রক্ষা পায় শ্রীলংকা। বিমল ভারতি মাগারের ক্রস থেকে পাওয়া বলে জোরালো হেড করেছিলেন রোহিত চাদ। ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন লংকান গোলরক্ষক। ৩১ মিনিটে অঞ্জন বিসতার দারুণ শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। ৩৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল শ্রীলংকা। কিন্তু রিফনাস শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারালে এগিয়ে যাবার সহজ সুযোগ হারায় শ্রীলংকা। চার মিনিট পর অঞ্জন বিসতার শট সহজেই গ্লাভসবন্দি করেন লংকান গোলরক্ষক পেরেরা।

৫৭ মিনিটে, ফ্রি কিক থেকে ফাঁকায় বল পান রোহিত চাদ, কিন্তু তার দুর্বল হেড চলে যায় বারের অনেক বাইরে। ৮৩ মিনিটে জগজিৎ শ্রেষ্ঠা শট ক্রসবারের সামান্য উঁচু দিয়ে গেলে হতাশায় পোড়ে নেপালিরা। তবে শেষ বাশি বাজার কয়েক মুহূর্ত আগে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান শ্রীলংকার এক খেলোয়াড়। তার শট নেপালের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে ফাঁকায় চলে যায় রিফনাসের পায়ে। আলতো শটে বল জালে জড়াতে কোন ভুল করেননি এই লংকান।

শেষ পর্যন্ত এই গোলই দুই দলের পার্থক্য গড়ে দেয়। পুরো তিন পয়েন্ট নিয়ে শুভ সূচনা করে লংকানবাহিনী।

আরটি/এসকেডি/আরআইপি