লালিগার সেরা একাদশে নেই মেসি-রোনালদো
স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে ইতোমধ্যে ১৬টি করে ম্যাচ খেলেছে দলগুলো। এর মধ্য থেকে সেরা পারফরমার দিয়ে নিয়ে গোলডটকম তৈরি করেছে সেরা লা লিগা একাদশ। দলটিতে অ্যাটলেটিকো মাদ্রিদের সর্বাধিক তিনজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বার্সেলোনা এবং রিয়াল মদ্রিদ থেকে দুই জন খেলোয়াড় রয়েছেন। তবে ঘোষিত সেরা একাদশে নেইমার থাকলেও নেই তার সতীর্থ মেসি এবং সুয়ারেজ। এছাড়াও রিয়ালের সেরা তারকা রোনালদো, বেল কেউ সুযোগ পাননি একাদশে।
টার স্টেগান, ব্রাভো, নাভাসকে ছারিয়ে গোলরক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের জ্যান ওবলাক। চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে মাত্র ৮ বার বল জালে ঢুকতে দিয়েছেন এই স্লোভেনিয়ান। রক্ষণভাগে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের জুয়ানফ্রান ও দিয়েগো গডিন, রিয়াল মাদ্রিদের মার্সেলো এবং ভেলেন্সিয়ার স্কোদ্রান মুস্তাফি।
মধ্যমাঠে বার্সেলোনার সের্জিও বুস্কেতসের সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের রাউল গার্সিয়া। আক্রমণভাগে রয়েছেন চলতি মৌসুমে ১৪ গোল করা বার্সেলোনার নেইমার। তার সঙ্গি ১২ গোল করা রিয়াল সোসিয়াদের ইমানোল আগিরেতজি এবং দ্যা দিপার্তিভো লা করুনার লুকাস পেরেজ।
লা লিগা একাদশ : জ্যান ওবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ), স্কোদ্রান মুস্তাফি (ভেলেন্সিয়া), দিয়েগো গডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সের্জিও বুস্কেতস (বার্সেলোনা), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), রাউল গার্সিয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুকাস পেরেজ (দ্যা দিপার্তিভো লা করুনা), নেইমার (বার্সেলোনা), ইমানোল আগিরেতজি (রিয়াল সোসিয়াদ)।
আরটি/এসএইচএস/আরআইপি