ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির ড্র

প্রকাশিত: ১০:৪২ এএম, ১৭ নভেম্বর ২০১৪

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গোলযোগপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করেছে গত আসরের রানার্সআপ ইতালি। এসি মিলানের হোম ভেন্যু সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ঘরের মাঠে হলেও সান সিরোতে স্বাভাবিক খেলার ছন্দ মেলে ধরতে পারেনি ইতালিয়ানরা। ক্রোট দর্শকদের অগ্নিশিখা ও ধোঁয়া নিক্ষেপের ঘটনায় দুই অর্ধেই খেলা বন্ধ রাখতে বাধ্য হয় ম্যাচ অফিশিয়ালরা। এই ঘটনায় খেলোয়াড়দের বাধ্য হয়ে টানেলে যেতে হয়। পরে দাঙ্গা পুলিশের সহায়তার ম্যাচ শুরু হয়।

৩ ম্যাচে জয়ের পর ড্র করা দুই দলের পয়েন্টই ১০। তবে গোলপার্থক্যে এগিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ক্রোয়েশিয়া। ম্যাচের ১১ মিনিটেই আন্তোনিও কান্দ্রেভা ইতালিকে এগিয়ে দেন। চার মিনিট পর ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

গ্রুপের অন্য খেলায় বুলগেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাল্টা। আগের ৬ ম্যাচে গোলই পায়নি ফুটবলে দুর্বল দেশটি।

‘এ’ গ্রুপে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে চেক রিপাবলিক। ৪ ম্যাচের সবকটিতেই জিতে তাদের পয়েন্ট ১২। তিন পয়েন্ট কম নিয়ে এর পরের স্থানেই আছে আইসল্যান্ড। ইস্তানবুলে গ্রুপের অন্য ম্যাচে তুরস্ক ৩-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

‘বি’ গ্রুপে বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-০ গোলে হরিয়ে শীর্ষে রয়েছে ইসরায়েল। বেলজিয়াম ও ওয়েলসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।