ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আমিরকে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

মোহাম্মদ হাফিজ হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন। পেশোয়ার জালমি মোহাম্মদ আমিরকে দলে নেয়নি। না হলে হয়তো বিপিএলের মত পিএসএলকেও বয়কট করতেন তিনি। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া একজন ক্রিকেটারের সঙ্গে কিভাবে খেলবেন তিনি! পেশোয়ার জালমি নয়, পিএসএলে মোহাম্মদ আমিরকে কিনে নিয়েছে করাচি কিংস। এই দলেই আমির সতীর্থ হিসেবে পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

শুধু মোহাম্মদ হাফিজ কেন, শহিদ আফ্রিদি কিংবা মিসবাহ-উল হকরাও হয়তো অস্বস্তিতে ভূগতেন, যদি তাদের সঙ্গে একই দলে থাকতেন আমির। সবচেয়ে বড় বাঁচা তাদেরকে বাঁচিয়ে দিলো করাচি কিংস। আমির বিরোধী কাউকেউ তারা দলে নিলো না। করাচি কিংসে আমির সতীর্থ হিসেবে পাচ্ছেন, সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা এবং লেন্ডল সিমন্সকে।

গোল্ডেন ক্যাটাগরিতে ছিলেন আমির। বিপিএলে তাকে নিয়ে খুব একটা সমস্যা না থাকলেও, পাকিস্তানে যেহেতু সাবেক এবং বর্তমান অনেকেই তার বিপক্ষে অবস্থান নিয়েছে, সেহেতু আমিরের দল পাওয়া নিয়েই ছিল সবচেয়ে বেশি অনিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত গোল্ডেন ক্যাটাগরির শুরুতেই তাকে টেনে নিল করাচি।

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই সাকিব আল হাসানের মুখোমুখি হয়ে খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের মোহাম্মদ আমির। দু’বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেননি আমির; তবে দল জিততে না পারলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন পাকিস্তানের বাঁ-হাতি এ পেসার। এবার পিএসএলে কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করবেন সাকিব-আমির।

আইএইচএস/আরআইপি