ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কা দলে ফিরলেন কুলাসেকারা

প্রকাশিত: ০৪:৫১ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ধাম্মিকা প্রাসাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নুয়ান কুলাসেকারা। ২৬ ডিসেম্বর থেকে কিউইদের বিপক্ষে শুরু হবে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ।

কুইনটাউনে নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সিরিজের আগে পিঠের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন ধাম্মিকা প্রসাদ। ফলে, শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড থেকেও বাদ পড়েন তিনি।

তার পরিবর্তে দলে জায়গা পান বিশ্ব ফার্নান্দো। এবার ওয়ানডে স্কোয়াডের জন্য দলের নির্বাচকরা অভিজ্ঞ পেসার কুলাসেকারাকে ডেকেছেন। ১৬৮ ওয়ানডে ম্যাচ খেলে এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১৮২ উইকেট নিয়েছেন কুলাসেকারা।

এদিকে, ইনজুরির সাথে এখনো লড়াই করছেন অভিজ্ঞ বোলার লাসিথ মালিঙ্গা। ওয়ানডের আগে মালিঙ্গা পুরোপুরি সুস্থ না হলে, দলে জায়গা পেতে পারেন অলরাউন্ডার থিসারা পেরেরা।

এমআর/এমএস