ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির কিডনি থেকে বের হলো পাথর

প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির কিডনি থেকে একটি পাথর বের করা হয়েছে। হঠাৎ করেই কিডনিতে পাথর খুঁজে পাওয়ায় গত বৃহস্পতিবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল ম্যাচটি খেলতে পারেননি এই আর্জেন্টাইন। স্পেনের একটি ক্রীড়া দৈনিক শুক্রবার মেসির কিডনি থেকে পাথর বের হওয়ার কথা প্রকাশ করে।

দুই দিন আগেই জানা গিয়েছিল মেসি রেনাল কলিকে আক্রান্ত। কিডনিতে পাথর থাকলেই রেনাল ক্রলিকে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। তবে পাথর বের করার পর এখন পর্যন্ত সম্পূর্ণ ফিট না হওয়ায় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। আগামীকাল রোববার বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনার দল রিভার প্লেটের মুখোমুখি হবে বার্সেলোনা। কিডনি থেকে পাথর বেরিয়ে গেলেও রিভার প্লেটের বিপক্ষে ফাইনালে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

এর আগে এফসি বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট থেকে বার্সা সমর্থকদের দুঃসংবাদটা জানিয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একেবারে শেষ মুহূর্তে এসে বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনাল খেলতে পারছেন না লিওনেল মেসি।’

আরটি/জেডএইচ/এমএস

আরও পড়ুন