ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যাথিউজের ছক্কার রেকর্ড

প্রকাশিত: ০১:০১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

ছক্কার রেকর্ড বিষয়টা উল্লেখ করলেই ক্রিকেট ভক্তদের চোখে ভাসে দু’জনের চেহারা। শহিদ আফ্রিদি আর ক্রিস গেইল। বিশ্বের যে কোন বোলারকে ছক্কা মারা যেন এদের কাছে পানি পান করার চেয়েও সহজ। ঘুমিয়ে ঘুমিয়েও যেন ছক্কা মারতে পারেন তারা। এ কারণেই আফ্রিদি আর গেইলের নামের পাশে ছক্কার রেকর্ড যে কারও ইর্ষা জাগাবে।

যতই ছক্কা মারুন, একটি ক্ষেত্রে কিন্তু গেইল কিংবা আফ্রিদি- এ দু’জনের কেউই আসতে পারবেন না। সেটা হলো টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ছক্কা মারার রেকর্ড। বরং এই রেকর্ডে এমন একজন সবার ওপরে বসে আছেন, যার নাম শুনলে কেউ বিশ্বাসই করতে চাইবেন না, বিষয়টা সত্যি কি না। মিসবাহ-উল হক। যার ব্যাট থেকে ছক্কা দেখার আশা করাই যেন দুরাশা, তিনিই কিনা আবার অধিনায়ক হিসেবে ৪২ ম্যাচে ৫৮ ছক্কা হাঁকিয়ে বসে আছেন সবার ওপরে। বিশ্বাস হচ্ছে না? না হলে ইসএসপিএন ক্রিকইনফো ঘাঁটাঘাঁটি করে আসতে পারেন, কোন আপত্তি নেই। তবে, খুব দ্রুতই মিসবাহ পেছনে পড়ে যাবেন। কারণ, ছক্কা মারার আসল ব্যক্তি ছুটছেন তার পেছনে। ব্রেন্ডন ম্যাককালাম। অধিনায়ক হিসেবে ইতিমধ্যে ২৯ ম্যাচে হাঁকিয়েছেন ৫২টি ছক্কা।

প্রসঙ্গক্রমে, শুরুতে অন্যদের খবর নিয়ে আসলাম; কিন্তু আলোচ্য বিষয় সেটা মোটেই নয়। আলোচ্য বিষয় হচ্ছে- অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সাঙ্গাকারা-জয়াবর্ধনে পরবর্তীযুগে শ্রীলংকান ক্রিকেটকে এগিয়ে নেয়ার গুরুভার যার কাঁধে রয়েছে এখন। সেই ম্যাথিউজ কিন্তু ছক্কা মারার দিক থেকে আজ (শুক্রবার) ছাড়িয়ে গেলেন লংকান কিংবদন্তী অর্জুনা রানাতুঙ্গাকে। ছক্কার মারার রেকর্ডের দিক খেকে।

অধিনায়ক হিসেবে লংকানদের মধ্যে এতদিন ৫৬ ম্যাচে ৯২ ইনিংস খেলে সর্বাধিক ২৫টি ছক্কা মারার রেকর্ড ছিল অর্জুনা রানাতুঙ্গার। হ্যামিল্টনের সেডন পার্কে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিনই তিনটি ছক্কা হাঁকিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এই তিন ছক্কাতেই রানাতুঙ্গাকে পেছনে ফেললেন লংকানদের বর্তমান অধিনায়ক। পূ্র্বসুরির চেয়ে অর্ধেক ইনিংস (৪৬টি, ২৫ ম্যাচে) কম খেলে ২৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন ম্যাথিউজের ঝুলিতে। ১৯টি করে ছক্কা হাঁকিয়েছেন জয়াবর্ধনে এবং জয়সুরিয়া।

টেস্টে সর্বাধিক ছক্কায় মিসবাহ সবার ওপরে। তবে ৫০টির বেশি ছক্কা হাঁকিয়েছেন আরও কয়েকজন। ব্রেন্ডন ম্যাককালাম এবং মহেন্দ্র সিং ধোনি। ব্রায়ান লারার ৪৯ এবং ক্লাইভ লয়েডের ছক্কা ৪৮টি।

আইএইচএস/এমএস