ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হলো না জোকারের ইতিহাস, প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

চলতি বছর আগেই অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। ইউএস ওপেন জিতে একই বছর পুরো চারটি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড গড়ার সুযোগ ছিলো ভক্তদের কাছে জোকার নামেও পরিচিত এই টেনিস তারকার সামনে।

তা হতে দেননি রাশিয়ার দানিল মেদভেদেভ। রোববার রাতের ফাইনাল ম্যাচে জকোভিচকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সরাসরি সেটে জিতে নিয়েছেন ইউএস ওপেনের শিরোপা।

২৫ বছর বয়সী মেদভেদেভের এটিই প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এর আগে দুইবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি তিনি। যার মধ্যে ছিলো গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচের কাছে সরাসরি সেটের পরাজয়। সেই ম্যাচের প্রতিশোধটা ইউএস ওপেনের ফাইনালে এসে নিলেন মেদভেদেভ।

রোববারের ফাইনাল ম্যাচটি জিততে পারলে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছাড়িয়ে ২১টি গ্র্যান্ড স্লাম হয়ে যেতো জকোভিচের। এখন এই রেকর্ডের জন্য নতুন বছরের অপেক্ষায় থাকতে হবে ৩৪ বছর বয়সী এ তারকা খেলোয়াড়কে।

এসএএস/এএসএম