ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বর্ষসেরা ক্রীড়াবিদ মুশফিক-বাকী

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫

‘কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড’-এর ২০১৩ ও ’১৪ সালের জন্য বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন যথাক্রমে (এসএ মহসিন ট্রফি) ক্রিকেটার মুশফিকুর রহীম ও শুটার আবদুল্লাহেল বাকী।

এছাড়াও বিভিন্ন ডিসিপ্লিন ও ক্যাটাগরিতে বেশ কিছু ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করবে তারা। শনিবার অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খান রানা। এ সময় সাধারণ সম্পাদক সনৎ বাবলা, অর্গানাইজিং কমিটির আহ্বায়ক আমিনুল হক মল্লিক ও স্কয়ারের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাইদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০১৩ সালের ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন: ক্রিকেটার সোহাগ গাজী, ফুটবলার মামুনুল ইসলাম, আরচার ইমদাদুল হক মিলন, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, দাবার– ফাহাদ রহমান, ভারোত্তোলক জহুরা আক্তার রেশমা, ফুটবল কোচ মারুফুল হক, সংগঠক কাজী মাহতাবউদ্দিন (মরনোত্তর), পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ক্রিকেটার মুমিনুল হক এবং বিশেষ সম্মাননা পাচ্ছেন গোলাম সারোয়ার টিপু।

২০১৪ সালের জন্য মনোনীতরা হলেন: ক্রিকেটার মুশফিকুর রহীম, ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী, হকির হাসান যুবায়ের নিলয়, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সংগঠক মনজুর কাদের, পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিশেষ সম্মাননা পাবেন মিউরেল গোমেজ।

আইএইচএস/পিআর