ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনন্য উচ্চতায় বাংলাদেশ

রোকুনুজ্জামান সেলিম | প্রকাশিত: ১২:০০ পিএম, ১৬ নভেম্বর ২০১৪

১৫ বছরে পদার্পনকে স্মরণীয় করে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ১৮৬ রানে হারানোর মধ্য দিয়ে দলটিকে হোয়াটওয়াশ করার গৌরব অর্জন করার পাশাপাশি বাংলাদেশ পৌছে গেল এক অনন্য রেকর্ডে।

২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট পরিবারে পা রেখেছিল যে দেশটি, দেখতে দেখতে তারাই পার করে ফেলেছে ১৪টি বছর। ইতোমধ্যে ৮৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। রোববার ৮৮তম ম্যাচে জয়লাভ করেছে। এই নিয়ে মোট ৭ টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। আর এ জয় শুধু জয় নয়, জয়ের সঙ্গে দলটি পৌছে গেল অনন্য এক রেকর্ডে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইংল্যান্ডই একমাত্র দল, যারা ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। যারা ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল। কারন এশিয়া তো বটেই ইংল্যান্ড ছাড়া ক্রিকেট বিশ্বের আর কোন দল এর আগে এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি। ফলে আজকের ম্যাচে জয়ের ফলে নতুন এক ইতিহাসে নিজেদের পৌছে দিল টাইগার বাহিনী।

টেস্ট সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। বাকি ছিল হোয়াইটওয়াশ। চট্টগ্রামে সেই স্বাদও পূর্ণ হয়েছে স্বাগতিকদের। তৃতীয় ও শেষ টেস্টে আগের দিনেই স্বাগতিক বাংলাদেশ ৩১৯ রান করে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় ৪৪৯ রান। শেষ পর্যন্ত সেই লক্ষে পৌছতে পরেনি জিম্বাবুয়ে। ২৬২ রানেই হারিয়ে বসে সবকটি উইকেট। ফলে ১৮৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ।

আগের দিনের ১ উইকেটে ৭১ রানের পুঁজি দিয়ে রোববার চতুর্থ দিনের মত ২য় ইনিংসের ব্যাটিং শুরু করে সফরকারী দলের দুই অপরাজিত ব্যাটসম্যান সিকান্দার রাজা (৪৩) ও হ্যামিল্টন মাসাকাদজা (২৬)। দলীয় ৯৭ ও ব্যক্তিগত ৩৮ রানে হ্যামিল্টন শুভগত হোমের বলে উইকেট রক্ষক মুশফিকুর রহিমের হাতে জমা পড়েন। এরপর সিকান্দার রাজাকেও ফিরিয়ে দেন অনিয়মিত বোলার শুভগত হোম। তাইুজুলের হাতে জমা পড়ার আগে তিনি পৌছে যান ৬৫ রানে। আগের ইনিংসে ৫ উইকেট সংগ্রহকারী জুবায়ের জ্বলে ওঠেন এরপর। ফিরিয়ে দেন টেইলর (২৪) ও এলটন চিগুমবুরাকে (৫)।

মধ্যাহ্ন বিরতির পর রেজিস চাকাবা ও ক্রেইগ আরভিন দলীয় ইনিংসকে মেরামতের চেস্টা করলেও সফল হননি। রেজিসকে আটকাতে না পারলেও আরভিনকে ঠিকই আটকে দেন বোলিংয়ে ফেরা মাহমুদুল্লাহ। এরপর চাকাবা এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্ত দিয়ে তাউজুলের বলে মাতুম্বি (২), রুবেলের বলে পেনিয়াংগারা (২) এবং শফিউল এসে শেষ দুটি উইকেট শিংগি মাসাকাদজা ও নাতসাই এমসাংগুয়েকে বিনা রানে ফিরিয়ে দিয়ে দলীয় জয়কে ত্বরান্বিত করেন। চাকাবা শেষ পর্যন্ত ৮৯ রানে অপরাজিত ছিলেন।

স্বাগতিক দলের হয়ে দুটি করে উইকেট ভাগ করে নেন যথাক্রমে শফিউল, রুবেল, জুবায়ের ও শুভাগত। বাকী উইকেট দুটি ভাগ করেন তাইজুল ও মাহমুদুল্লাহ।

বাংলাদেশ দলকে অভিনন্দন

রাষ্ট্রপতি
জিস্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ জয়লাভের জন্য দলের সকল খেলোয়ারকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ দলের এই জয়েরধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তায় বলেন, টাইগাররা চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৬ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ সম্পন্ন করেছে। এই নজিরবিহীন সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের অভিনন্দন জানান।

সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের ক্রিকেট আগামীতে আরও এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন।

বিরোধী দল
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার জন্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, এই জয়ের মধ্যদিয়ে দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথমবারের মত হোয়াইট ওয়াশ করার অনন্য এক কৃতি অর্জন করলো টাইগাররা। এ জয় শুধু টাইগারদের নয় এ জয় পুরো জাতির।

স্কোর কার্ড

১ম ইনিংস

বাংলাদেশ- ৫০৩ (ইমরুল ১৩০, তামিম ১০৯, সাকিব ৭১)
জিম্বাবুয়ে- ৩৭৪ (এল্টন চিগুমবুরা ৮৮, সিকান্দার ৮২, হ্যামিল্টন ৮১)

২য় ইনিংস
বাংলাদেশ- ৩১৯/৫ ডিক্লে: (মোমিনুল ১৩১*, তামিম ৬৫, মুশফিকুর ৪৬)
জিম্বাবুয়ে- টার্গেট ৪৪৯ (২৬২/১০)

ম্যাচ ও সিরিজ সেরা
বাংলাদেশ দলের মোমিনুল হক ও সাকিব আল হাসান যথাক্রমে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার লাভ করেন।