ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্লাব বিশ্বকাপের সেমিতে গুয়াংজুর সামনে বার্সা

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

গত মৌসুমে সব জেতা হয়েছে বার্সেলোনার। সে ধারাবাহিকতায় পূর্ণতা আনতে এবার ক্লাব বিশ্বকাপ জয়ের মিশনে নেমেছে মেসি-নেইমারদের ক্লাব বার্সেলোনা। রেকর্ড তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের জয়ের জন্য বার্সেলোনা এখন অবস্থান করছে জাপানে। ট্রফি জয়ের মিশনে আগামীকালই (বৃহস্পতিবার) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। সেমিফাইনালে লুইস এনরিকের দলের প্রতিপক্ষ এশিয়া চ্যাম্পিয়ন চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে।

আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপ এবং এশিয়ার সেরা দল দুটি। বুধবার প্রথম সেমিফাইনালে সানফ্রিস হিরোশিমাকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট। সেমিতে জিততে পারলে আগামী ২০ ডিসেম্বর ফাইনালে রিভারপ্লেটের মুখোমুখি হবে বার্সেলোনা।

প্রতিপক্ষ গুয়াংজু। বার্সার হেসে খেলে জেতার কথা। তবে শংকা জাগছে অন্যখানে। কারণ চীনের এই ক্লাবটির এখন কোচ লুইস ফিলিপ স্কলারি। যিনি ২০০২ সালে ব্রাজিলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। ফলে স্কলারির কৌশল নিয়ে কিছুটা চিন্তায় আছে কাতালান শিবির।

ম্যাচের আগেই স্কলারি বলেছেন, ‘আমরা জানি, আমরা ছোট দল। কিন্তু আমি মনে করি, আমরা কিছু একটা করতে পারি। আমাকে স্বপ্ন দেখতে হবে এবং খেলোয়াড়দের বিশ্বাস করাতে হবে যে, তারা এটা পারে। কেন স্বপ্ন দেখা নয়, আমরা বার্সেলোনাকে হারাতে পারি, কেন বিশ্বাস করা নয়।’

তবে এমন ম্যাচে নেইমারের খেলা নিয়ে থাকছে সংশয়। কুচকির ইনজুরিতে তিনি নাও খেলতে পারেন। কিন্তু তাতে খুব একটা চিন্তিত নন বার্সঅ কোচ এনরিকে। দলের প্রাণভোমরা মেসি গুয়াংজুর বিরুদ্ধে জয় পেতে বেশ আশাবাদী। তবে তার চিন্তায় ফাইনালে রিভার প্লেটকে নিয়ে। কারণ এই ক্লাবটি যে তার দেশেরই। তবে সেমিতেই গুয়াংজুর বিরুদ্ধে বার্সাকে সতর্ক করে দিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার সার্জিও বুসকেটস। তার মতে, ‘তারা বিপজ্জনক দল, তাদের স্কলারি আছে, তাদের ব্রাজিলের খেলোয়াড় আছে এবং তারা এরই মধ্যে একটা বিস্ময় ঘটিয়েছে।’

প্রতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় ক্লাব বিশ্বকাপ। এতে অংশ নেয় মহাদেশীয় চ্যাম্পিয়ন সব ক্লাবগুলো। তবে সরাসরি সেমিতে খেলে ইউরোপ ও লাতিন আমেরিকা অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা দল। এবার যেমন খেলবে বার্সেলোনা ও রিভারপ্লেট।

আইএইচএস/পিআর