ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফি ভাইয়ের হ্যাটট্রিক হোক চাইনি : রিয়াদ

প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

রুদ্ধশ্বাস ফাইনালে এসে নাটকীয়ভাবে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচের একেবারে শেষ বলে এসে জয় তুলে নিয়েছে মাশরাফির দল। টানা তিন বিপিএলের শিরোপা উঠলো মাশরাফির হাতে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স করেও সাফল্যের দেখা পেলেন না মাহমুদুল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন রুদ্ধশ্বাস ফাইনালের অনুভূতির বিষয়ে জানতে চাইলে বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ একটু ঠাট্টা করেই বললেন, ‘আসলে চাইনি মাশরাফি ভাইয়ের হ্যাটট্রিক হোক। তবুও তারা (কুমিল্লা) ভালো খেলেছে। অভিনন্দন তাদেরকে। আমরাও চেষ্টা করেছি ভালো খেলার। নিজেদের সেরাটা ঢেলে দিয়েছি। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না বলেই হয়তো বিজয়ী দলটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।’

মাহমুদুল্লাহ নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেন, দারুণ একটি দলের নেতৃত্ব দিতে পারার জন্য। তিনি বলেন, ‘আমাদের সাফল্যের মূল রহস্যই হলো দলের একতা। দেশি-বিদেশি মিলে দারুণ একটি দল হিসেবে গড়ে উঠেছিলাম আমরা। পুরো টুর্নামেন্টে নিজেদের মধ্যে বোঝাপড়া ছিল অনেক বেশি। এ কারণেই এমন একটি দল নিয়ে এতো দূর আসতে পেরেছি। আর এই দলটাকে লিড দিতে পেরেছি বলে নিজেকেও ভাগ্যবান মনে করছি।’

কোচ গ্রাহাম ফোর্ডের প্রসংশা করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘এমন একজন কোচের অধীনে কাজ করা অনেক ভাগ্যের ব্যাপার। তিনি খুব অভিজ্ঞ। তাকে পেয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই দলটির সাফল্যের মূল কারিগরই হলেন কোচ।’

আইএইচএস/বিএ

আরও পড়ুন