ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ বয়কট না করার আহ্বান আকরামের

প্রকাশিত: ০১:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

হচ্ছে হচ্ছে করেও হলো না ভারত-পাকিস্তান কাংখিত ক্রিকেট সিরিজ। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো না হলেও, পাকিস্তান ইতিমধ্যে এই সিরিজ হচ্ছে না বলে নিশ্চিত ধরে নিয়েছে। কিছুদিন আগেই আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাস শঙ্কা প্রকাশ করেছিলেন, ভারত যদি পাকিস্তানের সঙ্গে সিরিজ না খেলে, তাহলে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে।

আইসিসি প্রেসিডেন্টের শঙ্কাই এখন সত্যি প্রমান হতে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি হচ্ছে না ভারত। পাকিস্তানও চিন্তা করছে, আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জণ করার। এ বিষয়ে আনুষ্ঠানিক কোন কিছু জানা যায়নি। তবে যে শঙ্কা তৈরী হয়েছে তাতেই চিন্তিত হয়ে পড়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, ‘পাকিস্তানের উচিৎ হবে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা।’
 
পাক-ভারত সিরিজ হোক বা না হোক, বিষয়টা যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর না পড়ে, সে জন্য পাকিস্তানের টুর্নামেন্টটি বয়কট করা ঠিক হবে না মন্তব্য করেছেন এই পেস কিংবদন্তী। করাচিতে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

‘সুলতান অফ সুইং’ ওয়াসিম আক্রাম বলেন, ‘আমি বুঝতে পারছি, ভারতীয় ক্রিকেট বোর্ড সিরিজ নিয়ে যথেষ্ট সময় নষ্ট করেছে৷ তবে এই সিরিজ না হলেও আমাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত হবে না৷ কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আইসিসির প্রতিযোগিতা৷ আইসিসির কোন প্রতিযোগিতায় অংশ না নিলে র্যাঙ্কিংয়ে অবনমন হবে পাকিস্তানের। সেই সঙ্গে ক্ষতি হতে পারে ভবিষ্যৎ প্রজন্মেরও৷ তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা উচিত আমাদের৷’

পাক-ভারত সিরিজ নিয়ে ওয়াসিম আক্রাম বলেন, ‘আমি মনে করি, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিৎ সিরিজ নিয়ে একটা স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেয়া। যে, এই সিরিজটি হবে কি হবে না। এই ইস্যুটাকে ঝুলিয়ে রাখা মোটেও ঠিক হচ্ছে না।’

পিসিবি প্রেসিডেন্ট শাহরিয়ার খান জানিয়েছেন, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠানোর জন্য পাকিস্তান সরকারের কাছে অনুমতি চাইবে। সরকারই সিদ্ধান্ত নেবে তারা ভারতে দল পাঠানো হবে কি হবে না।

আইএইচএস/পিআর