ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ মামুনুলদের

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হিসেবে মারুফুল হককে পরিচয় করিয়ে দেয়ার দিন তার কাছে জানতে চাওয়া হয়েছিল, সাফের আগে প্রস্তুতি ম্যাচ নিয়ে কি চিন্তা রয়েছে তার। জবাবে, মারুফুল হক বলেছিলেন, বাংলাদেশ দল তো এমনিতেই বেশ কিছুদিন যাবৎ খেলার মধ্যে রয়েছে! আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের প্রয়োজন নেই। টিম কম্বিনেশন ঠিক করতে, নিজেদের মধ্যে কিছু প্রস্তুতি ম্যাচ খেলে নেবো।

মারুফুল হকই শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসলেন। তার চাওয়ার কারণেই, শেষ পর্যন্ত সাফ সুজুকি কাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কোচের চাওয়া অনুযায়ী ম্যাচটির ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিপক্ষ নেপাল। ইতিমধ্যে ম্যাচটির তারিখও চূড়ান্ত হয়েছে। ১৭ ডিসেম্বর বিকাল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি। নেপাল ফুটবল দল ম্যাচটি খেলতে ঢাকায় আসছে আগামী মঙ্গলবার। ম্যাচের পর নেপাল অতিরিক্ত ৩ দিন ঢাকায় অবস্থান করবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন অতিরিক্ত থাকার খরচ নেপাল দলই বহন করবে।

আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ সাফ সুজুকি কাপ। এতে অংশ নেবে সাফ অঞ্চলের সাত দেশ-স্বাগতিক ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী গতবারের সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান। রয়েছে শক্তিশালী মালদ্বীপ এবং ভুটান। তুলনামুলক ভুটানই বাংলাদেশের কাছে স্বস্তিকর প্রতিপক্ষ।

নতুন কোচ মারুফুল হকের অধীনেবাংলাদেশ দল সাফের প্রস্তুতি শুরু করেছে গত ২৮ নভেম্বর বিকেএসপিতে। দু-তিন দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে পারেন জামাল ভুঁইয়া। তিনি অনেকটা সুস্থ। আজ (শনিবার) হাসপাতাল ত্যাগ করেছেন। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জামাল ভূঁইয়া। দ্রুত ফিট হয়ে উঠতে বাফুফের কাছে ‘স্পেশাল প্রোগ্রাম’ চেয়েছেন দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডার, ‘ক্যাম্পের অন্যরা এখন ফিটনেসে আমার থেকে অনেকটা এগিয়ে। আমি অসুস্থতার কারণে অনেকটা পিছিয়ে গেছি। বাফুফে আমার জন্য একটা স্পেশাল প্রোগ্রামের ব্যবস্থা করলে ভাল হয়। কোচ ইতোমধ্যে বিষয়টি নিয়ে ভেবেছেন।’

আইএইচএস/আরআইপি