ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ডানেডিনে চলছে কিউই রাজত্ব

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

দিনেশ চান্ডিমালের ওপরই নির্ভর করছিল শ্রীলংকার ডানেডিন টেস্টের ভাগ্য। দ্বিতীয় দিন শেষ কিবেলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়দিন এসে চরম হতাশা দেখালেন তিনি। দিনের প্রথম ওভারেই হারালেন নিজের উইকেট। ৮৩’র সঙ্গে আর কোন রানই যোগ করতে পারলেন না। টিম সাউদির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে বাধ্য হলেন তিনি।

ফল যা হওয়ার তাই, শ্রীলংকান ইনিংসের যবনিকাপাত ঘটতে খুব বেশি সময় লাগলো না। মিলিন্ডা শ্রিবর্ধনে যদি কিছুটা প্রতিরোধ না গড়তেন, তবে ফলোঅনেই পড়তে হতো লংকানদের। ফলোঅনে না পড়লেও নিউজ্যিলান্ডের প্রথম ইনিংসের চেয়ে বেশ দুরে থাকতেই, ২৯৪ রানে অলআউট হয়ে গিয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।

৩৫ রান করে আউট হন শ্রিবর্ধনে। ২২ রান করেন কিথরুয়ান ভিথানাগে। ১৮ রানে অপরাজি থাকেন সুরঙ্গা লাকমাল। কিউই পেসার টিম সাউদি এবং নেইল ওয়াগনার নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং মিচেল সান্তনার।

১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড এবং এই ইনিংসেও লংকানদের ওপর রানের পাহাড় তৈরী করছেন কিউই ব্যাটসম্যানরা। ৪৮ ওভার খেলে নিউজিল্যান্ড হারিয়েছে একমাত্র মার্টিন গাপটিলের উইকেট। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা গাপটিল আউট হয়েছেন ৪৬ রান করে। বোল্ড হয়েছেন রঙ্গনা হেরাথের বলে। দলীয় রান তখন ৭৯।

অপর ওপেনার টম লাথাম দিন শেষে অপরাজিত ৭২ রানে। ওয়ানডাউনে ব্যাট করতে নামা কেনে উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ৪৮ রানে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ১৭১। প্রথম ইনিংসের ১৩৭ রান যোগ করলে শ্রীলংকার চেয়ে ৩০৮ রান এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। হাতে এখনরও ৯ উইকেট বাকি। টেস্টের দিন বাকি আরও ২টি। নিশ্চিত করেই বলা যায়, ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে রাজত্ব চলছে নিউজিল্যান্ডেরই।

আইএইচএস/আরআইপি