টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
জিতলেই ফাইনাল নিশ্চিত নয়। পাড়ি দিতে হবে আরও একটি ধাপ। কিন্তু হারলেই শেষ, বিদায় নিশ্চিত হয়ে যাবে। এমন সমীকরণ সামনে নিয়ে ইলিমিনেটরে মুখোমুখি বরিশাল বুলস এবং ঢাকা ডাইনামাইটস। তবে লড়াই শুরুর আগেই ভাগ্যের খেলায় জিতে গেলেন কুমার সাঙ্গাকারা। কয়েন নিক্ষেপে জয় হয়েছে তার এবং টস জিতেই ব্যাটিংয়ে পাঠালেন বরিশাল বুলসকে।
মিরপুরের উইকেটটার চরিত্রই এমন যে, রান তাড়া করে জেতাটা সহজ। এ কারণে, টস জয়কেই অনেকে ৮০ ভাগ জয় নিশ্চিত ধরে নেন। আর টস জয় মানেই প্রথমে ফিল্ডিং, এবারের বিপিএলে এটা যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আজও ব্যতিক্রম হলো না। টস জিতেই ফিল্ডিং বেছে নিলেন ঢাকা ডাইনামাইটস অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বিশেষ করে উইকেটের সুবিধা নিতেই টস জিতে ফিল্ডিং বেছে নেয়া বলে জানালেন সাঙ্গাকারা। মাহমুদুল্লাহও বললেন, টস জিতলে তিনিও ফিল্ডিংই বেছে নিতেন।
লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। ওই ম্যাচে ক্যারিবিয়ান রায়াদ এমরিতের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে জিতে গিয়েছিল বরিশাল বুলস। তবে ওই ম্যাচে বিশ্রামে ছিলেন বরিশালের ব্যাটিং দানব ক্রিস গেইল। ঢাকাও বিশ্রামে রেখেছিল মুস্তাফিজ, সাঙ্গাকারাসহ কয়েকজন ক্রিকেটারকে।
আজ ইলিমিনেটর রাউন্ডে সবাই রয়েছেন দলে। অথ্যাৎ পূর্ণ শক্তি নিয়েই খেলতে নেমেছে ঢাকা এবং বরিশাল।
আইএইচএস/আরআইপি