ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবদের লক্ষ্য ১৬৪

প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

ইমরুল কায়েসের অর্ধশত`র উপর ভর করে বিপিএলে প্রথম কোয়ালিফায়িং ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৩ রান সংগ্রহ করেছে মাশরাফির কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে।   

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছে দুই ওপেনার ইমরুল কায়েস আর লিটন দাস। ১১ ওভারে ৭৯ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় দুই ওপেনার। তবে ২৮ রান করে লিটন দাসের সাজঘরে ফেরার মধ্য দিয়ে কুমিল্লা ব্যাটিং শিবিরে ছন্দ পতন ঘটে।

লিটন দাসের আউটের পরই সবাইকে অবাক করে মাঠে নামে কুমিল্লার অধিনায়ক মাশরাফি। তবে মাঠে নেমে খুব বেশি সময় থাকতে পারেনি টাইগার এই অধিনায়ক। লংকান অলরাউন্ডার পেরেরার বলে রংপুরের অধিনায়ক সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি।

এরপর দ্রুত রাসেল (৩), শেহজাদ (০) ও কাপালি (২) দ্রুত ফিরলে কিছুটা বিপদে পরে কুমিল্লা। তবে শেষ দিকে আসহার জাইদি ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেললে ১৬৩ রানের সংগ্রহ দাঁড়ায় কুমিল্লার। কুমিল্লার পক্ষে পেরেরা নেন ৫ উইকেট।

এমআর/আরআইপি