ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলংকাকে আশা দেখাচ্ছে চান্ডিমাল

প্রকাশিত: ১০:৫৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

২০১১ সাল এবং ৪০ ম্যাচ পর সেঞ্চুরির দেখা পেলেন মার্টিন গাপটিল। তাও ঘরের মাঠে। গাপটিলের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে যোগ হয়েছিল কেনে উইলিয়ামসন এবং ব্রেন্ডন ম্যাককালামের দুটি ক্যামিও ইনিংস। তাতেই প্রথমদিন বিশাল সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড।

তবে দ্বিতীয় দিন এসে ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। লংকান বোলারদের তোপের  মুখে শেষ পর্যন্ত ৪৩১ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। নুয়ান প্রদীপ নেন সর্বোচ্চ ৪ উইকেট। ২টি করে উইকেট নেন সুরঙ্গা লাকমাল এবং দুসমন্তে চামিরা। ১টি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং মিলিন্ডা সিরিবর্ধনে।

৪৩১ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হলো না সফরকারী শ্রীলংকার। ইনিংসের ১৯ রানে আউট হয়ে যান ওপেনার কুশল মেন্ডিস। উদারা জয়াসুন্দেরা জুটি বাধতে আসেন আরেক ওপেনার করুণারত্নের সঙ্গে; কিন্তু ৬ বল মোকাবেলা করে মাত্র ১ রান করেই আউট হয়ে যান জয়াসুন্দেরা।

তৃতীয় উইকেট জুটিতে করুনারত্নের সঙ্গী হন দিনেশ চান্ডিমাল। এ’দুজনই যা দ্বিতীয় দিনে কিউই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করতে পেরেছিল। দু’জন মিলে গড়েন ১২২ রানের জুটি। দলীয় ১৫১ রানের মাথায় সান্তনারের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান করুণারত্নে। ১৯৮ বল খেলে ৮৪ রান করে আউট হন তিনি।

করুণারত্নের আউটের পর শ্রীলংকার ইনিংসের হাল ধরতে মাঠে নামেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু কী দুর্ভাগ্য, দলীয় ১৫৬ রানে এবং ব্যাক্তিগত ২ রানের মাথায় আউট হয়ে যান ম্যাথিউজও। এরপর অবশ্য কিথরুয়ান ভিথানাগেকে নিয়ে দিনের বাকি অংশ পার করে দেন চান্ডিমাল।

দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার রান ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান। ২০৮ বলে ৮৩ রান করে অপরাজিত রয়েছেন দিনেশ চান্ডিমাল। তার সঙ্গে ১০ রান নিয়ে রযেছেণ ভিথানাগে। নিউজিল্যান্ডের ট্রেন্ড বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং মিচেল সান্তনার নেন ১টি করে উইকেট।

আইএইচএস/এমএস