ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারত-পাকিস্তান সিরিজের ভাগ্য মোদি সরকারের হাতে

প্রকাশিত: ০৭:৪০ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

চলতি ডিসেম্বরে পাক-ভারত সিরিজ নিয়ে কম তোড়জোড় হয়নি। আলোচনাও কম হয়নি এ সিরিজ নিয়ে। একেক সময় একেক রূপ নিচ্ছিল ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই সিরিজটির ভাগ্য। সবশেষে যখন শ্রীলংকায় সিরিজটি আয়োজনের বিষয়ে একমত হলো পাকিস্তান-ভারত দু’দেশেরই ক্রিকেট বোর্ড, তখন তাতে বাধ সেধে বসছে ভারতীয় সরকার। ‘পরিস্থিতি অনুকুলে নয়’- এই অজুহাতে বিসিসিআইকে তারা সিরিজে অংশ নেয়ার অনুমতি দিচ্ছে না বলে জানানো হয়েছে এনডিটিভির একটি সংবাদে।

সীমান্তে সন্ত্রাসী হামলার জের ধরে ভারতের অনীহা, দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করেও না হওয়ার ফলে সিরিজটা এক সময় অনিশ্চয়তার অন্ধকারেই চলে গিয়েছিল; কিন্তু বিসিসিআই’য়ের নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এসে আবারও পুনরুজ্জীবিত করে তোলার চেষ্টা করেন পাক-ভারত ক্রিকেট সম্পর্ক। সে হিসেবে দুবাইতে দুই বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকাতেই অনুষ্ঠিত হবে সিরিজটি।

সে হিসেবে পাকিস্তান সরকারের কাছ থেকেও অনুমতি সংগ্রহ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অপেক্ষা ছিল শুধু ভারত সরকারের অনুমতির। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারের কাছে এ সিরিজে অংশ নেয়ার অনুমতি পেতে আনুষ্ঠানিক আবেদনও জানায়।

অথচ, বেশ কিছুদিন পার হয়ে গেলেও ভারত সরকারের কাছ থেকে কোন ‘উত্তর’ পাওয়া যাচ্ছে না। বার কয়েক সংবাদ মাধ্যমে এসেছে, বলটি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোর্টে। এ নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেন, `ভারত সরকারের অনুমতি না পেলে সিরিজটি সম্ভবত আর আলোর মুখই দেখছে না।`

india-pakistan

ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানায়, `জম্মু ও কাশ্মীরে সিরিজ হামলা এবং অগ্নি সংযোগের ঘটনার পর মানুষের আবেগ-মানসিকতা (পাবলিক সেন্টিমেন্ট) পুরোপুরি পাকিস্তানের বিপক্ষে। এমন একটি সময়ে দু’দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক পূণঃ স্থাপন করা সম্ভব নয়।’

সূত্রটি এনডিটিভিকে আরও জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারও বিষয়টা নিয়ে চিন্তা-ভাবনা করছিল এবং আগামী সোমবারের মধ্যেই বিসিসিআইকে একটা জবাব জানানোর কথা ছিল। যদি ভারত সরকারের কাছ থেকে অনুমতি মিলেই যায়, তাহলে শ্রীলংকায় ১৫ ডিসেম্বর থেকে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতের আনন্দবাজারকে বলেন, ‘ভারত এখনই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলুক, তা চাইছে না আম জনতা। আর সে কারণেই সম্ভবত সিরিজে সম্মতি দিতে চাইছে না কেন্দ্র(ভারত সরকার)। আর তাছাড়া আমরা বহুদিন আগেই কেন্দ্রের সম্মতি চেয়েছি। তা দেওয়ার হলে এত দিন দিয়েই দিত কেন্দ্র। এখন সম্মতি দিলেও এত কম সময়ের মধ্যে সব কিছু প্রস্তুত করা মুশকিল।’

সিরিজ নিয়ে যে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, তা জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুরও। ফলে ভারত-পাক সিরিজ আপাতত হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

এমআর/পিআর