ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমকে পেছনে ফেলে শীর্ষে সাঙ্গাকারা

প্রকাশিত: ০৫:২৫ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

বিপিএলের চলতি আসরে  গ্রুপ পর্বের খেলা শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে তামিমকে পেছনে ফেলে শীর্ষে এখন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সিলেট সুপারস্টারসের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলে আসর থেকে বাদ পড়ে যাওয়া চিটাগাং ভাইকিংসের তামিমকে অনেক পেছনেই ফেলেছেন এই লংকান ব্যাটসম্যান।

বিপিএলের এবারের আসরে নয় ম্যাচ খেলে এই ব্যাটসম্যান ৩৩৯ রান করেছেন। এর মধ্যে দুইটি হাফ সেঞ্চুরি রয়েছে। তালিকার দ্বিতীয়তে আছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক বাংলাদেশের তামিম ইকবাল। ইনজুরির কারণে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু নয় ম্যাচে ৩৭.২৫ গড়ে ২৯৮ রান করেন, এর মধ্যে আছে তিনটি হাফ সেঞ্চুরি। তৃতীয় স্থানে আছেন তারই দলের শ্রীলঙ্কান তিলকারত্নে দিলশান। দশ ম্যাচে তিনি করেছেন ২৬০ রান। একটি হাফ সেঞ্চুরি নিয়ে তার রানের গড় ২৮.৮৮।

রান কম হলেও গড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটার রংপুর রাইডার্সের হয়ে খেলা জহুরুল ইসলাম। মাত্র আট ম্যাচ খেলে তিনি করেছেন ১৯৬ রান। কিন্তু তার গড় চোখে পড়ার মত। একটি হাফ সেঞ্চুরি করলেও তার গড় ৪৯। তালিকার পাঁচে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। টেস্টে বেশ ভালো ব্যাটিং করলেও ওয়ানডে বা টি-টোয়েন্টিতে খুব একটা দেখা যায় না। কিন্তু এবারের বিপিএল দিয়ে হয়তো তার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফেরার বার্তাই দিলেন। বিপিএল-৩ আসরে ২১.৩৩ গড়ে তার মোট রান ১৯২।

এমআর/পিআর