ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ড সিরিজে দ. আফ্রিকা দল ঘোষণা

প্রকাশিত: ০৫:২২ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ফিটনেস শঙ্কা উড়িয়ে দলে ফিরেছেন ডেল স্টেইন। আর ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার।

এদিকে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্স করায় বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ভিলাস। আর ওয়ানডে সিরিজে দু’টি শতক হাঁকালেও কুইন্টন ডি কক প্রথম দুই টেস্টের দলে জায়গা পাননি। তাই ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারো গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন ডি ভিলিয়ার্স।

ডারবানে আগামী ২৬ ডিসেম্বর দ. আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। বাকি তিনটি ম্যাচ হবে যথাক্রমে কেপ টাউন (২-৬ জানুয়ারি), জোহানেসবার্গ (১৪-১৮ জানুয়ারি) ও সেঞ্চুরিয়ানে (২২-২৬ জানুয়ারি)। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।

দ. আফ্রিকা স্কোয়াড (প্রথম দুই টেস্ট): হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), কাইল অ্যাবট, তেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, মরনে মরকেল, ড্যান পিডট, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন ও স্টিয়ান ভ্যান জিল।

এমআর/পিআর