ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বরিশাল

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

দিনের প্রথম ম্যাচে সিলেট হেরে যাওয়ার দুই দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে। তাই কিছুটা নির্ভার হয়ে মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকার দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বরিশাল বুলস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ২২ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের সবাই কম-বেশী রান করেছেন। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩০ রান করেন মোসাদ্দেক হোসেন। এছাড়া পাক ওপেনার মোহাম্মদ হাফিজ ২৫, ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট ২২, ফরহাদ রেজা ১৯, নাসির হোসেন ১৪, সৈকত আলী ১৩ রান করেন। বরিশাল বুলসের হয়ে নিখিল দত্ত সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া রায়াদ এমরিট দুটি, সোহাগ গাজী নেন একটি করে উইকেট।

এমআর