ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করছে সিলেট

প্রকাশিত: ১০:০১ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার জন্য সিলেটের সামনে ১৫১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে শুধু এ রান করলেই হবে না তাকিয়ে থাকতে হবে ম্যাচ ঢাকা-বরিশাল ম্যাচের দিকেও।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মোটামুটি বিপদেই পড়েছে কুমিল্লা। শুরুতেই লিটন দাসকে হারায় তারা। দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানের মাথায় মোহাম্মদ শহিদের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস (৪)।

দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদ ও ইমরুল কায়েসের ব্যাটে শক্ত অবস্থানে চলে যায় কুমিল্লা। এই জুটিতে সংগৃহীত হয়েছে ৫২ বলে ৬৮ রান।পরে শেহজাদ ৩১ বলে পাঁচটি চার ও একটি ছক্কার মারে ৪২ এবং ইমরুল কায়েস ২৮ বলে দুটি চার ও একটি ছক্কার মারে ২৭ রান করে আউট হয়ে যান।

শেষ দিকে এসার জাইদি ২৯ বলে দুই চার ও এক ছক্কার মারে ৩১ আর অলক কাপালি ২৬ বলে এক চার ও দুই ছক্কায় ৩২ রান করলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান। সিলেটের বোলারদের মধ্যে শহীদ, রুবেল  ও আফ্রিদি নেন একটি করে উইকেট।

এমআর/আরআইপি