ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩৭৪ রানেই শেষ জিম্বাবুয়ে

প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৪ নভেম্বর ২০১৪

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩৭৪ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। সফরকারীদের চেয়ে ১২৯ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সর্বশেষ আউট হয়েছেন চাকাভা (৬৫ রান)। ব্যাট করছেন চিগুম্বুরা (৮০) ও মুটম্বামি (১২)।

আগের দিন ১১৩ রানে এক উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। তৃতীয় দিনের শুরুতেই বিদায় নিয়েছেন মাসাকাজদা। ব্যক্তিগত ৮১ রানে তাকে সাজঘরে ফিরিয়েছেন শফিউলি ইসলাম। এরপর মাসাকাজদার পথ অনুসরণ করেছেন সিকান্দার রাজা (৮২), অধিনায়ক ব্রেন্ডন টেলর (১) ও আরভিন (১৪)। তিনজনকেই আউট করেছেন জুবায়ের হোসেন।

দারুণ খেলছিলেন চাকাভা। শেষ অবধি তাকে থামিয়েছেন পেসার শফিউল। ব্যক্তিগত ৬৫ রানে শফিউলের দ্বিতীয় শিকার হয়েছেন এই ব্যাটসম্যান।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ও ইমরুলের জোড়া শতকে ৫০৩ রান করেছে বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। একই সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান। তামিম ১০৯, ইমরুল ১৩০ রান করেছেন । এছাড়া সাকিব ৭১ ও রুবেল হোসেন ৪৫ রান করেছেন।

উল্লেখ্য, প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে ৩ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দল থেকে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। এ ছাড়া ১৪ জনের দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলেও হয়েছে দুটি পরিবর্তন। ম্যালকম ওয়ালার ও তেন্দাই চাতারা দল থেকে বাদ পড়েছেন।

বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল :
ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতমবামি, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, শিঙ্গি মাসাকাদজা।