ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সমস্যা আমার নিজের মধ্যেই : রোনালদো

প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে রিয়াল মাদ্রিদই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের একের পর এক বাজে পারফরম্যান্স, হারের পর চাপটা আরও বেড়ে গিয়েছিল। কোচের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টাও প্রকাশ্যে চলে এসেছিল। যে কারণে বার্নাব্যু যেন সিআর সেভেনের কাছে যেন নরক হয়ে পড়েছিল।

অবশেষে ফর্মে ফিরলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালমোর বিপক্ষে করলেন একাই চার গোল। এই পারফরম্যান্সের পর নিজের ভুলটা বুঝতে পারলেন সিআর সেভেন। কোচ রাফায়েল বেনিতেজের পাশে তো দাঁড়িয়েছেনই, সঙ্গে এটাও জানিয়েছেন, ‘সমস্যা আসলে আমারই। আমি নিজেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যেটা মূলত আমার পারফরম্যান্সের ওপরও প্রভাব ফেলেছে।’

চার গোল করে রেকর্ড গড়ে ফেলেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই এক মৌসুমে গোল করেছেন ১১টি। যা এই টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। এর আগে তিনিই রেকর্ড গড়েছিলেন ৯ গোল করে। যে রেকর্ডে আবার ভাগ ছিল শাখতার দোনেৎস্কের লুইজ আদ্রিয়ানোর।

চার গোল করার পর রোনালদো নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘সেভিয়া আর বার্সেলোনার কাছে পরপর দুই ম্যাচ হারের পর আসলে নিজের ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।’ একই সঙ্গে রোনালদো যখন দেখেন মেসি-নেইমাররা একের পর এক গোল করে যাচ্ছেন, তখন নিজেকেই সামলানো কঠিন হয়ে পড়েছিল তার পক্ষে।

নিজেই সেটা স্বীকার করলেন রোনালদো। বললেন, ‘আসলে আমি নিজেই আমার পর্যায়ের অনেক নিচে নেমে গিয়েছিলাম। তবে এখন সেটা অতিক্রম করে এসেছি। বর্তমান পরিস্থিতিতে আমি খুবই খুশি। রিয়াল মাদ্রিদেও আমি সুখি।’

আইএইচএস/বিএ

আরও পড়ুন