রোনালদোর মুখে বেনিতেজের প্রশংসা
দু’জনের প্রকাশ্য দ্বন্দ্বের জের ধরে রিয়াল মাদ্রিদ ক্লাবের ভেতরেই তৈরী হয়েছিল টালমাটাল অবস্থা। লা লিগার পয়েন্ট টেবিলে চলে যেতে হয়েছে তিন নম্বর অবস্থানে। কোচ রাফায়েল বেনিতেজের কারণে রিয়াল ছাড়াটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল।
সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখেই অবশেষে শোনা যাচ্ছে কোচ রাফায়েল বেনিতেজের প্রশংসা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডিস ক্লাব মালমোর বিপক্ষে চার গোল করার পর প্রশংসায় ভাসিয়েছেন তিনি কোচ বেনিতেজকে।
লিগ টেবিলে তৃতীয় স্থানে চলে যাওয়া, কোপা ডেল রে’তে অমার্জনীয় ভুলের কারণে এই মৌসুম থেকে বহিস্কার হওয়ার কারণে শুধু রোনালদো কেন, রিয়াল সমর্থকদেরও তোপের মুখে ছিলেন বেনিতেজ। অবশেষে মালমোকে ৮-০ গোলে বিধ্বস্ত করার পর রোনালদোই পাশে দাঁড়ালেন বেনিতেজের।
মালমোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচের বিষয়ে জানতে চাওয়া হলে, তার পক্ষে অবস্থান নেন রোনালদো। কোচের বিষয়ে তিনি বলেন, ‘আমি তো কোন সমস্যা দেখছি না! মানুষ আসলে যা দেখে তার ওপরই নির্ভর করে প্রতিক্রিয়া দেখায়। আমার বিষয়ে বলবো যে, আমি মনে করি তিনি সঠিক কাজই করে যাচ্ছেন। তাকে সময় দেয়া উচিৎ। কারণ, তিনি ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন।’
কয়েক ম্যাচ বাজে খেলার কারণে যে সমালোচনা সহ্য করতে হয়েছে সেটা এখন অতীত বলেই মনে করছেন রোনালদো। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব, যারা একটু খারাপ করলে এমন সমালোচনা সইতে হবেই। সবাই এতে অভ্যস্ত হয়ে গেছে। তবে আমরা সে সময় অতিক্রম করে এখন ভালোর দিকে রয়েছি।’
আইএইচএস/পিআর