ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যালন ডি’অরে নেইমারকেই ভোট দুঙ্গার

প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? ঘোষণার দিন যত এগিয়ে আসছে, আলোচনা ততই বাড়ছে৷ সেরা তিনে থাকা মেসি-রোনালদো নাকি নেইমার? তবে এটা ঠিক, মেসির দিকেই ধীরে ধীরে ঝুঁকে পড়ছে ব্যালন ডি’অরের পাল্লা।

ফিফার সদস্যভূক্ত প্রতিটি দলের কোচ এবং অধিনায়করা ভোট নিয়ে নির্বাচিত করেন তাদের পছন্দের বর্ষসেরা ফুটবলার। সে হিসেবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গাও ভোট দিয়েছেন। তিনি কাকে ভোট দিয়েছেন? জানিয়ে দিলেন মিডিয়ার কাছে।

ব্রাজিলের কোচ স্বাভাবিকভাবেই ভোট দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ডি সিলভাকে। তিনি নিজেই জানিয়েছেন। বলেছেন, ‘ভোটটা নেইমারকেই দিয়েছি৷ শেষ তিনে যে তিন ফুটবলার আছে, প্রত্যেকেই দুর্দান্ত৷ একজন কাউকে আলাদা করে বেছে নেয়া কঠিন৷ তবে এবার নেইমারের এই পুরস্কারটা জেতা উচিত৷’

কেন নেইমারকে ভোট দিয়েছেন, সেটাও স্পষ্ট করে জানিয়েছেন দুঙ্গা৷ বলেন, ‘রোনালদো এই মুহূর্তে ছন্দেই আছে; কিন্তু সে গতবারের মতো দুর্ধর্ষ ফুটবল খেলতে পারছে না৷ মেসিও ভালো ছন্দে আছে৷ তবে চোট পেয়ে তাকে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হল৷ নেইমার তার অভাব অবশ্য ভালভাবেই ঢেকে দিয়েছিল৷ সে দলে নেতার ভূমিকা পালন করছে৷’

একই সঙ্গে দুঙ্গা এটাও জানান, এখন হচ্ছে নেইমারের সময়। নেইমারের ব্যালন ডি’অর যুগ এসে গেছে।

আইএইচএস/আরআইপি