রোনালদিনহোকে মেসির উপহার
বর্তমান সময়ের সেরা তারকা লিওনেল মেসি। ফুটবলপ্রেমীরা মুখিয়ে থাকেন লিওনেল মেসির ফুটবল শিল্প দেখতে। শুধু ফুটবলার হিসেবেই নয় মানুষ হিসেবেও যে মেসি অনেক বড় তা আবারও প্রমাণ করলেন।
বার্সার যুবদল থেকে ২০০৪ সালে মূল দলে জায়গা করে নেন মেসি। তবে বিশ্বমানের সব খেলোয়াড়ের পাশে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না নিজেকে। ক্যারিয়ার শুরুর কঠিন সেই সময়টায় বন্ধু হিসেবে মেসি পাশে পেয়েছিলেন রোনালদিনহোকে। এবার বন্ধুত্বের বন্ধন যে কতটা গভীর তা আবারও প্রমাণ করলেন বার্সার তারকা খেলোয়াড় লিওনেল মেসি।
২০০৫ সালে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন রোনালদিনহো। গত সোমবার ছিল সেই ঐতিহাসিক জয়ের এক দশক পূর্তি। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে ‘বন্ধু’ রোনালদিনহোকে নিজের খেলা সহকারে একটি বার্সা ‘টি-শার্ট’ উপহার দেন।
টি-শার্টে মেসি লিখেন, `আমার বন্ধু রুনির (রোনালদিনহো) জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা ও শুভ-কামনা সহকারে।`
এদিকে মেসির কাছ থেকে উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত রোনালদিনহো, `দেখুন আমার পার্টনার লিওনেল মেসি কি লিখে আমাকে টি-শার্ট উপহার দিয়েছে।`
উল্লেখ্য, লিওনেল মেসি ও রোনালদিনহো ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একসঙ্গে বার্সেলোনার হয়ে খেলেন।
এমআর/এমএস