ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ডোপ টেস্টে পজিটিভ পেরেরা

প্রকাশিত: ০৩:৪১ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় শ্রীলংকান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে নিউজিল্যান্ডের সফর থেকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে শ্রীলংকান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (এসএলসি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।  

পাকিস্তানের সাথে সদ্য সমাপ্ত সিরিজ চলাকালীন সময়েই ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা নেয়া হয় ২৫ বছর বয়সী পেরেরার কাছ থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেরেরা যাতে খুব শীঘ্রই আবার খেলায় ফিরতে পারেন, এ ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মের মধ্যে থেকে সব ধরণের চেষ্টা করবে।

উল্লেখ্য, এর আগে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ চলাকালে শ্রীলংকান ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার শাস্তিস্বরুপ তিন মাসের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। আর এবার সেই তালিকায় দ্বিতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে যুক্ত হলেন কুশল পেরেরা।

এমআর/এমএস