ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিলেটকে হারিয়ে শেষ চার নিশ্চিত রংপুরের

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

আগের দিনের ম্যাচের একেবারে উল্টো চিত্র। বরিশাল বুলসকে যারা ৫৮ রানে অলআউট করে রেকর্ড সৃষ্টি করেছিল, সেই সিলেট সুপার স্টারসেই কি না পরের দিন ৫৯ রানে অলআউট করে দিল রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দল ৮ উইকেটে সিলেটকে হারিয়ে নিশ্চিত করে ফেললো শেষ চার।

সিলেটের করা ৫৯ রানের মামুলি সংগ্রহ পার হতে রংপুর ব্যায় করেছে মাত্র ৯.৫ ওভার। বিপিএলে সম্ভবত কম ওভার ব্যায়ে জয়ের রেকর্ড এটিই। এর আগে সর্বনিম্ন ১১.১ ওভার ব্যায়ে জয়ের রেকর্ড ছিল। অথ্যাৎ ৬১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর ফেললো রংপুরের দলটি।

আগেরদিন বরিশালকে ৯ উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে বিপিএলে ফিরে আসার পর সিলেটকে সমীহই করছিল যেন বাকি দলগুলো; কিন্তু রংপুরের সামনে এভাবে দলটি ভেঙে পড়বে কে ভেবেছিল! রংপুরের স্পিনার আরাফাত সানির দুর্দান্ত ঘূর্ণির সামনে বিপর্যয়ের শুরু হওয়ার পর তাতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান এবং আফগানিস্তানের মোহাম্মদ নবি।

আরাফাত সানির ৪, নবির ৩ এবং সাকিব ২ উইকেট নিয়ে বিধ্বস্ত করে ছাড়েন সিলেটকে। সোহেল তানভির ২০ রান না করলে ৫৮ রানের আগেই অলআউট হয়ে যেতো সিলেট। তাতে বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড তৈরী করতো তারাই; কিন্তু সেটা শেষ পর্যন্ত হলো না শুধু সোহেল তানভিরের ২০ রানের কারণে।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই লেন্ডল সিমন্সের উইকেট হারায় রংপুর। ৮ বলে ৫ রান করে ফিরে যান তিনি। দলীয় ২২ রানের মাথায় আউট হন সৌম্য সরকার। ১৪ বলে ১১ রান করে আউট হয়ে যান তিনি। এরপর বাকি কাজ শেষ করতে আর কোন বিপদ ঘটতে দেননি সাকিব আল হাসান এবং জহুরুল ইসলাম অমি। ২৪ বলে ২৯ রান করে অপরাজিত থেকে যান সাকিব। ১৩ বলে ৯ রান করেন অমি। সিলেটের হয়ে ২ উইকেট নেন মোহাম্মদ শহিদ।

এই জয়ের ফলে ৯ ম্যাচ শেষে রংপুরের পয়েন্ট হলো ১২ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত হয়ে গেলো সাকিব আল হাসানের দলের। পয়েন্ট তালিকায় এখন তারা রয়েছে দুই নম্বরে। সমান পয়েন্ট হলেও রান রেটের ব্যবধানে এগিয়ে রয়েছে কুমিল্লাই।

আইএইচএস/আরআইপি