ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা
ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই বার ডাবল সেঞ্চুরির এক অনন্য কীর্তি গড়েছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। এবার শুধু ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তা নয়, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও তাঁর হাতে। আর এতেই রেকর্ডবুকের অনেকগুলো রেকর্ডই ওলট পালট হয়ে গেল।
রোহিতের ২৬৪ রানের ইনিংসে চারের মার ছিল ৩৩টি, যা এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ চারের রেকর্ড। এবার ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ বার ডাবল সেঞ্চুরির এক অনন্য কীর্তি গড়লেন তিনি। গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ২০৯ রান করেছিলেন তিনি।
বৃহস্পতিবার কলকাতায় শ্রীলংকার বিরুদ্ধে চতুর্থ ওডিআই-তে রোহিতের ২৬৪ রান ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারই দেশী ভিরেন্দ্র শেবাগের ২১৯ রানের রেকর্ডটি চুরমার করে দেয়।
ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। সেটি ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিওরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৮ বলে ২০০ রান করতে শচিন ২৫ বার সীমানার বাইরে বল পাঠিয়েছিলেন। আর ছক্কা হাঁকিয়েছিলেন ৩টি। এরপর ২০১১ সালে ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের আরেক ওপেনার বীরেন্দর শেবাগ শচিনের রানকে টপকে যান। ১৪৯ বলে ২৫টি চার ও ৭ ছক্কায় ওই রান করেছিলেন শেওয়াগ।