ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুরালি বিজয়ের জরিমানা

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

আম্পায়ারের সিদ্ধান্তের পর বাজে আচরণের জন্য ভারতের ওপেনার মুরালি বিজয়ের জরিমানা করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে খেলার সময় বাজে আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় ভারতীয় এই ব্যাটসম্যানের।

ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মুরালি বিজয় দক্ষিণ আফ্রিকার বোলার মরনে মরকেলের বলে ডিন ভিলাসের হাতে তালুবন্দি হন। কুমার ধর্মসীনা আঙ্গুল তুলে জানিয়ে দেন মুরালি আউট। কিন্তু যাওয়ার সময় মুরালি যে ধরণের অঙ্গভঙ্গি করছিলেন তাতে স্পষ্ট মনে হয়েছে ধর্মসীনার সিদ্ধান্তে অসন্তুষ্ট তিনি।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, `ভারতের মুরালি বিজয়কে শনিবার নয়া দিল্লিতে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টেস্টের তৃতীয় দিনের সময় আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের অপরাধে জরিমানা করা হয়েছে।` ম্যাচ রেফারি জেফ ক্রো বিজয়কে এই জরিমানা করেন। এই ধরণের আচরণের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি কর্তন করা হয়।

এমআর/এমএস