আমলার স্লো ইনিংসের রেকর্ড
একেই কি বলে ক্যাপ্টেন্স নক! দলের ফল যাই হোক, প্রয়োজন যখন তখন উইকেট কামড়ে পড়ে থাকার আসল কাজটি কিভাবে করতে হয় সেটাই যেন দলের বাকি ব্যাটসম্যানদের শেখালেন। হোয়াইটওয়াশ লজ্জার সামনে দাঁড়িয়ে শেষ টেস্ট বাঁচানোর আপ্রান চেষ্টা করতে গিয়েই অন্যরকম একটি রেকর্ডই গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
কথাই বলে, আমলার মার না কি শেষ রাতে! গোটা সিরিজে তার ব্যাট একবারও কথা বলেনি। অথচ, সম্মানের লড়াইতে শেষ ম্যাচে জ্বলে উঠলেন হাশিম আমলা। সঙ্গী পেলেন এবি ডি ভিলিয়ার্সকে। সিরিজ ৩-০ করার ভারতীয় স্বপ্নে বাধা এখন দক্ষিণ আফ্রিকা এই দু’জনের চওড়া ব্যাট। ডি ভিলিয়ার্সের সঙ্গে তার জুটি মাটি কামড়ে থেকে চীনের প্রাচীর গড়ছে ভারতীয় দলের বিপক্ষে। টেস্ট ইতিহাসে স্লো ইনিংস খেলে প্রতিপক্ষ তো বটেই আলোড়ন তুলেছেন সোশ্যাল মিডিয়াতেই।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০ কিংবা তার চেয়েও বেশি বলা খেলা ব্যাটসম্যানদের মধ্যে এখন সবচেয়ে স্লো ইনিংসের মালিক হাশিম আমলা। ইংল্যান্ডের জ্যাক রাসেলের ২৭৪ বলে খেলা অপরাজিত ২৯ রানের রেকর্ড ভেঙে দেন আমলা। তবে তার চেয়েও বেশি যে রেকর্ডটা ভেঙেছেন, সেটা হলো অস্ট্রেলিয়ার কার্ল রেকমানের ১০২ বলে ৯ রানের রেকর্ড। ১১৩ বলে ব্যাক্তিগত ৬ রান করার পরই এই রেকর্ড ভেঙ্গে সবচেয়ে স্লথগতির ইনিংস খেলার রেকর্ড গড়ে ফেলেন তিনি।
নাগপুরে পিচ বিতর্ক ভারতকে অস্বস্তিতে ফেললেও সম্মান রেখেছিল কোটলা। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে খেললে যে রান আসবে, তা ইতিমধ্যেই দেখিয়েছেন অজিঙ্কা রাহানে। কিন্তু, রাহানের রেকর্ড ছাপিয়েও এদিন সবার মুখে উঠে এল আমলার রেকর্ডেও কথা। ১১৩ বলে যখন ৬ রানের ইনিংস গড়ার দিনের শেষে তো ২০৭ বলে তিনি অপরাজিত থাকলেন ২৩ রানে। ডি ভিলিয়ার্সও কম যান না। ৯১ বলে তার সংগ্রহ ১১। ৭২ ওভার ধরে আমলারা করলেন মাত্র ৭২ রান।
রাহানের সেঞ্চুরির পর ৫ উইকেটে ২৬৭ রানে ইনিংস ঘোষণা করলে সহজেই দু’উইকেট তুলে নেন ভারওে রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু, টলানো যায়নি আমলাকে। নিজের খাতা খুলতেই তিনি খরচ করেন ৪০ বল। ডি ভিলিয়াস প্রথম রান নিতে বল খরচ করলেন ৩৩টি। তাদের এই এপিক রেকর্ডে সোশ্যাল মিডিয়াও সরগরম। ভারতীয় অলরাউন্ডার ‘স্যার জাডেজা’র টুইট, ‘ভারতে বেড়ে চলা অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ করলেও রান করছেন না আমলা।’
আর এক ক্রিকেটপ্রেমীর ভবিয্যৎ বাণী, ‘প্রোটিয়ারা দু’দিন ব্যাট করবে।’ এক জন তো লিখেই ফেললেন, ‘হাশিম আমলা এখন বাফার করছেন।’ অন্য জনের খোঁচা, ‘আইআরসিটিসি ওয়েবসাইটের পর আজ দেশে স্লথতম হাশিম আমলা।’ এক দর্শক তো প্রায় কেঁদেই ফেললেন, ‘প্লিজ কিছু রান করুন আমলা।’ এখন দেখার, এই অনুরোধ আমলা রাখতে পারেন কি না!
আইএইচএস/এএইচ/আরআইপি