ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তবুও গেইলে আস্থা রিয়াদের

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

বেশ হাঁক-ঢাক করেই এবার ঢাকায় পা রেখেছিলেন ক্যারিবীয় ক্রিকেট দানব ক্রিস গেইল; কিন্তু প্রথম ম্যাচেই দলকে উপহার দিলেন একরাশ হতাশা। ব্যর্থতার এই দিনে ষোলকলা পূর্ণ করেছে বরিশাল, বিপিএলের সব আসরের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা দিয়ে।

অথচ এবারের আসরেই গেইল আসার আগে দারুন ছন্দে ছিল দলটি। অথচ ভয়ংকর সুন্দর এ ব্যাটসম্যান আসার পর হঠাই ছন্দপতন। তবুও তাকে অন্যভাবে দেখতে নারাজ বরিশালের অধিনায়ক। জ্যামাইকান এই ব্যাটিং দানবের উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানালেন তিনি।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘অনেক দিন পর ইনজুরি থেকে ফিরেছেন তিনি। এটাই তার প্রথম ম্যাচ। ব্যাটিং ক্ষমতা কতটুকু আমরা সবাই জানি, বিশেষ করে তার নিজের দিনে। যেদিন জ্বলে উঠবেন, সেদিন তিনি ধ্বংস করে দিতে পারেন প্রতিপক্ষকে। ইনশাআল্লাহ ভালো মতই কামব্যাক করবেন তিনি।’

ক্রিস গেইলের উপস্থিতিতে এদিন দলের সবাই তার মত ব্যাটিং করতে চেয়েছিল কি না এমন প্রশ্নে অধিনায়ক মাহমুদুল্লা বলেন, ‘ক্রিস গেইল একটাই। দ্বিতীয় নেই। যে যার নিজের ধরন অনুযায়ী খেলেছিল। দুর্ভাগ্য আজকে হয়তো ক্লিক করেনি।’

শুধু ক্রিস গেইল নন. দলের আরেক তারকা সাব্বির হোসেনের উপরও পূর্ণ আস্থা রয়েছে বলে জানান রিয়াদ। একটা ভালো ইনিংসই সাব্বিরের ছন্দ ফিরিয়ে দেবে বলে জানান তিনি। উইকেটে থেকে একটু বেশি সময় নিয়ে খেলার পরামর্শও দেন রিয়াদ, ‘আমি এখনও আশাবাদী। ও নিজেও খুব কষ্ট করছে। সে কতটা ভালো ক্রিকেটার সেটা আমরা সবাই জানি। বিশেষ করে এ সংস্করণে। একটা ভালো ইনিংস ওকে ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’

আরটি/আইএইচএস/এএইচ/আরআইপি