মুশফিককে সরিয়ে সিলেটের অধিনায়ক আফ্রিদি
ঢাকা পর্বে টানা ব্যর্থতার পর বেশ কিছু দিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল শহীদ আফ্রিদি দলে আসলে তাকে দলের অধিনায়ক করা হবে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। শেষ পর্যন্ত পরিবর্তন হলো সিলেট সুপার স্টার্সের অধিনায়ক। ধারাবাহিক ব্যর্থতার দায়ে মুশফিকুর রহিমকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হলো পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকে।
এর আগের ৬ ম্যাচের ৫টিতে হেরে কোণঠাসা সিলেট সুপার স্টার্স। বরিশাল বুলসের বিপক্ষে হারলে এক প্রকার টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়বে তারা। সেক্ষেত্রে শেষ সবগুলো ম্যাচ জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। তাই এই ম্যাচে টি-টোয়েন্টির অভিজ্ঞ সেনানী আফ্রিদির হাতে নেতৃত্ব তুলে দিয়েছে দলটি। তবে নেতৃত্ব হারালেও দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৮৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ মোট ১৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন শহীদ আফ্রিদি। এর মাঝে পাকিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন ৩১ ম্যাচে।
আরটি/এমআর/পিআর