ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্টোকের মাঠে হারলো ম্যানসিটি

প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

মার্কো আর্নাউতোভিচের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে স্টোক সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে স্টেরলিং-সিলভাদের নাস্তানুবাদ করে সিটিকে ২-০ গোলে হারায় রায়ান শোক্রসবাহিনী।

শনিবার ব্রিটানিয়া স্টেডিয়ামে খেলার শুরু থেকেই চাপের মুখে পরে ম্যানচেস্টার সিটি। মাত্র ১৫ মিনিটেই দুই গোল হজম করে ম্যানসিটি। তবে স্টোক সিটির স্ট্রাইকারদের ব্যর্থতায় বেশ কিছু সহজ সুযোগ কাজে না লাগাতে পারলে বড় হারের লজ্জা থেকে মুক্তি পায় পেল্লেগ্রিনির শিষ্যরা।

ঘরের মাঠে পুরো ম্যাচে দারুণ নিয়ন্ত্রণ রেখে একের পর এক আক্রমণ করে আরনাউতোভিচ-শাকেরিরা। ম্যাচের ৭ মিনিটে আর্নাউতোভিচ গোল করে দলকে এগিয়ে নেন। ডান প্রান্ত থেকে জর্দান শাকেরি দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক ক্রস ধরে বল আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এই অস্ট্রিয়ান।

আট মিনিট পর আবার দলকে এগিয়ে দেন আর্নাউতোভিচ। এই গোলেও দারুণ অবদান রয়েছে শাকেরির। ক্যামেরুনের কাছ থেকে বল পেয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আর্নাউতোভিচকে পাস দেন এই সুইস। বল পেয়ে চতুরতার সঙ্গে আলতো টোকায় দিক পালটে ম্যানসিটি গোলরক্ষক জো হার্টকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

৪৩ মিনিটে একটি জোরালো শট গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করলেও বার পোস্টে লেগে ফিরে আসলে হ্যাটট্রিক বঞ্চিত হন আর্নাউতোভিচ। দশ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করার আরও একটি সুযোগ হারান এই অস্ট্রিয়ান।

৬৮ মিনিটে একটি নিশ্চিত গোল খাওয়া থেকে ভাগ্যক্রমে বেঁচে যায় ম্যানসিটি। আর্নাউতোভিচের বাড়ানো বলে ফাঁকায় শাকিরি পা লাগাতেই ব্যর্থ হন। এরপর আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্টোক সিটি।

এ হারেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। চলতি প্রিমিয়ার লীগে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। তবে পরের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারাতে পারলে শীর্ষে উঠে যাবে ম্যান ইউ। আর টেবিলের তিন নম্বরে নেমে যাবে ম্যানসিটি।

আরটি/এএইচ/আরআইপি