ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলে আরও এক বিদেশি আম্পায়ার

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবশিষ্ট ম্যাচগুলো পরিচালনার জন্য শনিবার ঢাকায় পৌঁছেছেন আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার আহসান রাজা। এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।

বিপিএলের ম্যাচ পরিচালনা করতে দ্বিতীয় বিদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন পাকিস্তানের রাজা। এর আগে শ্রীলংকার রনমোর মার্টিনেজ শুরু থেকেই ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি।  

এবারের বিপিএলে শুরু থেকেই আম্পায়ারদের নিয়ে হয়েছে বেশ বিতর্ক চলছে। সাকিব আল হাসান এক ম্যাচে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে তিব্র প্রতিবাদ জানান। অবশ্য এই জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞাও কাটাতে হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।

বিপিএল ম্যাচ পরিচালনাকারী আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ারের অপর তিন সদস্য হলেন বাংলাদেশের শরিফুদ্দৌল্লাহ ইবনে শহিদ সৈকত, এনামুল হক মনি এবং আনিসুর রহমান।

আরটি/এএইচ/আরআইপি