ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বহিষ্কারের বিপক্ষে আপিল করবে রিয়াল

প্রকাশিত: ০৫:১২ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

মৌসুম শুরু না হতেই একটি শিরোপা হারিয়ে ফেললো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ কোপা ডেল রে’র শেষ ৩২ থেকেই ছিটকে যেতে হচ্ছে লজ ব্লাঙ্কোজদের। শেষ ৩২’র প্রথম লেগের ম্যাচে কাদিজের বিপক্ষে নিষিদ্ধ খেলোয়াড় ডেনিস চেরিশেভকে খেলানোর অপরাধে কোপা ডেল রে’র এই মৌসুম থেকে বহিষ্কার করা হয়েছে রিয়ালকে।

তবে, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনে এই বহিষ্কারাদেশের বিপক্ষে আপিল করার সুযোগ পাচ্ছে রিয়াল। এ জন্য ১০দিন সময় হাতে পাচ্ছে তারা। সুযোগটা কাজে লাগাতে চাইছে রিয়াল মাদ্রিদ। বহিষ্কারের ঘোষণা আসার পরই রিয়াল মাদ্রিদ জানিয়েছে তারা এর বিপক্ষে আপিল করবে। প্রথমে আপিল করতে হবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের আপিল বিভাগেই। সেখানেও যদি রায় নিজেদের পক্ষে না পায়, তাহলে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতের স্মরণাপন্ন হবে রিয়াল।

বহিষ্কারের ঘোষণা আসার আগেই প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দাবি করেছিলেন, রিয়াল মাদ্রিদকে কোনভাবেই নিষিদ্ধ করা যায় না। কারণ, স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলাবিধির ৪১ ধারা অনুযায়ী খেলোয়াড়কে নিষেধাজ্ঞার বিষয়টি না জানালে সেটা প্রয়োগ করা যায় না। চেরিশেভকে সেটা জানানো হয়নি। আর জানানো হলেও নিষেধাজ্ঞা বহলা থাকে না। কারণ, ১১২ ধারা অনুযায়ী, প্রথম তিন রাউন্ডের পর এমনিতেই নিষেধাজ্ঞা উঠে যায়।

স্প্যানিশ ফুটবলের ৪১ ধারা প্রয়োগের জন্যই মূলতঃ আপিল করবে রিয়াল। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ম্যাচের সময় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শাস্তি কিংবা নিষেধাজ্ঞার বিষয়টি খেলোয়াড়কে জানানো হয়নি। এটাই অনেক বড় একটি পয়েন্ট। এই একটা বিষয়ই নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়ে দিতে পারে রিয়ালকে।’

আইএইচএস/এমএস

আরও পড়ুন