ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জার্মানিকে হটিয়ে দুইয়ে আর্জেন্টিনা

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

ফিফা র‌্যাংকিংয়ে বিশ্বকাপজয়ী জার্মানির অবনমন চলছেই। গত মাসেই জোয়াকিম লোর শিষ্যদের শীর্ষস্থান থেকে হটিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল বেলজিয়াম। ফুটবল র‌্যাংকিংয়ে ইতিহাসে প্রথমবারেরমত শীর্ষস্থানে উঠেছিল হ্যাজার্ড-কুর্তোসরা। এবারও শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে, আগের অবস্থান ফিরে পাওয়ার লড়াই তো দুরে থাক, বরং আরও নীচে নামছে বিশ্বচ্যাম্পিয়নরা। এ মাসে প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে জার্মানিকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। জার্মানি নেমেছে দুই ধাপ। তাদের অবস্থান এখন চার নম্বরে।

শীর্ষস্থান ধরে রেখেই বছরটা শেষ করতে পারলো বেলজিয়াম। ইউরো বাছাই পর্বে দুর্দান্ত সাফল্যের জন্যই শীর্ষে উঠে আসতে পেরেছিল তারা। এরপরও জয়ের ধারা অব্যাহত রেখেছে ইউরোপের ব্ল্যাক হর্সরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালির মত শক্তিশালি দলকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। সুতরাং, রেটিং পয়েন্ট বাড়ার পাশাপাশি শীর্ষস্থানটাও ধরে রাখতে পেরেছে বেলজিয়াম। তাদের রেটিং পয়েন্ট ১৪৯৪।

অপরদিকে জার্মানি প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরেছে ফ্রান্সের কাছে। যেটা রেটিং পয়েন্টে ব্যাপক প্রভাব ফেলেছে। এর ফলও তারা পেয়েছে হাতে-নাতে। রেটিং পয়েন্ট হারিয়েছে ৪১-এর মত। ১৩৮৮ থেকে চলে এসেছে ১৩৪৭-এ। এ কারণেই ২ ধাপ নীচে নামতে হয়েছে মুলার-ওজিলদের।

মেসির দেশ আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করার পাশাপাশি কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। এ কারণেই তাদের রেটিং পয়েন্ট বেড়েছে অনেক। ১৩৮৩ থেকে এক লাফে উঠে গেছে ১৪৫৫-তে। এ কারণে অবস্থানেও বেশ পরিবর্তন। উঠে এসেছে দুই নম্বরে।

তিন ধাপ এগিয়েছে ২০১০ বিশ্বকাপ এবং ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ইউরো বাছাইতে দুর্দান্ত পারফরম্যান্স করার পর প্রীতি ম্যাচে তারা ফ্রান্সকে হারিয়েছে ২-০ গোলে। এ কারণেই তিন ধাপ এগিয়ে তারা চলে এসেছে তিনে। ২০১০ বিশ্বকাপের পর দীর্ঘদিন ছিল শীর্ষে। এরপর দুই কিংবা তিনে থাকলেও সম্প্রতি স্পেন চলে গিয়েছিল ৬ নম্বরে। এবার তারা আবার ফিরে এসেছে সেরা তিনে।

৫ নাম্বারে লুইস সুয়ারেজের দল চিলি তাদের অবস্থান ধরে রেখেছে। বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলার ফলে ২ ধাপ এগিয়েছে নেইমারের দেশ ব্রাজিল। অষ্টম অবস্থান থেকে তারা উঠে এসেছে ৬ষ্ঠ স্থানে। তিন ধাপ অবনমন ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের। চতুর্থস্থান থেকে চলে এসেছে সপ্তম স্থানে। হামেস রদ্রিগেজের দেশ কলম্বিয়ারও অবরমন ঘটেছে এক ধাপ। তারা রয়েছে এখন অষ্টম স্থানে। ইংল্যান্ড এবং অস্ট্রিয়া ধরে রেখেছে তাদের নিজেদের অবস্থান। যথাক্রমে ৯ম এবং দশম স্থানে।

বিশ্বকাপ বাছাই পর্বে বড় বড় ব্যবধানে হারের ফলে বাংলাদেশেরও র্যাং কিংয়ে বেশ প্রভাব পড়েছে। দুই ধাপ পেছনে নেমে বাংলাদেশ রয়েছে এখন ১৮২তম স্থানে।

আইএইচএস/পিআর