ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয়

প্রকাশিত: ০২:৫০ এএম, ১৩ নভেম্বর ২০১৪

প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে তুরস্ককে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন নেইমার।

ইস্তাম্বুলের আর্তাতুক অলিম্পিয়াত স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচের প্রথম ১৫ মিনিটে কোনও পক্ষই ভালো কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তবে সময় গড়ালে ছন্দ ফিরে পায় ব্রাজিল। ম্যাচের ১৯ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন নেইমার। ২৪তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। গালাতাসারাইয়ের সেন্টারব্যাক সেমিহ কায়া লাফিয়ে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন।

৩০তম মিনিট আরদা তুরানের শট কোনোমতে লাফিয়ে আঙ্গুলের ডগা দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক দিয়েগো আলভেস। তবে ৪৩তম মিনিটে নেইমারের বাড়ানো বলে ব্রাজিলের হয়ে ক্যারিয়ারের চতুর্থ গোলটি ঠিকই পেয়ে যান উইলিয়ান। বাঁ পাশ থেকে বল নিয়ে দৌড়ে ডি বক্সে ঢুকে শট নেয়ার সুযোগ না পেয়ে বল ডান প্রান্তে থাকা উইলিয়ানকে বাড়িয়েছিলেন নেইমার। কাছের বার দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি চেলসি মিডফিল্ডার।

খেলার ৬০তম মিনিটে উইলিয়ানের বাড়ানো বল পেয়ে আবারও নিঁখুত ফিনিশিংয়ে গোল করেন নেইমার। দেশের হয়ে করেন ৪২তম গোল। বিশ্বকাপের পর দেশের হয়ে এ নিয়ে সাতটি গোল পেলেন ২২ বছর বয়সী নেইমার।

৭২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভালো একটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে আরদা তুরানের বাড়ানো বল থেকে উমুত বুলতের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

নিজেদের মাটিতে হতাশার বিশ্বকাপ ভুলে টানা পাঁচ ম্যাচে জিতল দুঙ্গার দল। এই ম্যাচগুলোতে এখনও কোনো গোল হজম করেনি তারা। ইস্তাম্বুল জয়ের পর আগামী মঙ্গলবার ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।