ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফিফায় গ্রেফতার চলছেই

প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

ফিফার ওপর থেকে শনির দশা যেন কাটছেই না। বরং, আরও বেশি ঝেঁকে বসছে। দুর্নীতির বিপক্ষে যে তদন্ত চলছে ফিফায়, তার আরও নতুন শাখা-প্রশাখা গজাচ্ছে। নতুন নতুন ব্যাক্তিকে জড়ানো হচ্ছে ফিফার দুর্নীতি মামলায়। গ্রেপ্তারও চলছে। যা থেকে বাদ যাচ্চে না পদস্থ কর্মকর্তাও। আজও যেমন সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হলো ফিফার দু’জন সহসভাপতিকে।

জুরিখের দ্য বাউ ও’লাখ হোটেল থেকে গত ২৬ মে, ফিফা নির্বাচেনর ঠিক দু’দিন আগে একই হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল সাত ফিফা কর্মকর্তাকে। এবার সেই হোটেল থেকেই গ্রেফতার করা হলো আরও দু’জনকে। অবৈধভাবে মিলিয়ন মিলিয়ন ডলার গ্রহনের দায়ে এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস ফেডারেল অফিস অব জাস্টিস (এফওজে)। তাদের পক্ষে থেকেই প্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফিফার এই দুই কর্মকর্তা হলেন ন্ডুরাসের আলফ্রেদো হাউয়িট ও প্যারাগুয়ের হুয়ান অ্যাঙ্গেল নাপুত। হাউয়িট উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) সভাপতি। আর নাপুত হচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি। দুজনই ফিফার শক্তিশালী নির্বাহী কমিটির সদস্য।

বহিস্কৃত ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে একই হোটেল থেকে গ্রেফতারের গুজব উঠেছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে, সুইস ফেডারেল অফিস অব জাস্টিস যে অভিযান চালিয়েছিল, ব্ল্যাটার সেই অভিযানের অংশ ছিলেন না। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা জুরিখে এসেছিলেন ফিফার কার্যনির্বাহী কমিটির একটি মিটিংয়ে অংশ নেয়ার জন্য।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পুলিশ সকাল ৬টায় জুরিখের বাউ ও’লাখ হোটেলে অভিযান চালায়। অর্থ ও মানব পাচার এবং প্রতারণার অভিযোগ রয়েছে ফিফার এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তার করার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছিল। এফওজের বিবৃতিতে বলা হয়, ‘দুর্নীতির বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তের অংশ হিসেবে, তাদেরই অনুরোধে, ফেডারেল অফিস অব জাস্টিসের নির্দেশনা পেয়ে আমরা ফিফার আরও দুই কর্মকর্তাকে প্রেপ্তার করেছি। তাদেরকে যুক্তরাষ্ট্রে না পাঠানো পর্যন্ত আপাতত বন্দী করে রাখা হয়েছে।’

ফিফাও অবগত রয়েছে সুইস কর্তৃপক্ষের এই অভিযান সম্পর্কে। তারা জানিয়েছে, দুর্নীতির বিপক্ষে যুক্তরাষ্ট্রের যে অভিযান, তাতে ফিফাও সম্পূর্ণ সহায়তা করবে। তারা এক বিবৃতিতে লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আজ যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে ফিফা অবগত আছে। সুইজারল্যান্ডের আইনের মধ্যে থেকে ফিফা এই তদন্তে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহায়তা করবে। সুইস অ্যাটর্নি জেনারেলের অফিস যে তদন্ত পরিচালনা করছে তাতেও সহায়তা দেবে।’

গত মে মাসে কনকাকাফের সাবেক সভাপতি জেফরি ওয়েব গ্রেপ্তার হওয়ার পরই এই পদে আসীন হন হাউয়িট। নাপুতও কনমেবলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই বছরের মার্চে। এই দুই নবনিযুক্ত ফিফা কর্মকর্তার গ্রেপ্তার হওয়ার কারণে, তদন্ত পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, নতুন কর্মকর্তারাও ফিফার দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন। অবশ্য হাউয়িট সব সময়ই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করে এসেছেন।

শুধু এই দুই কর্মকর্তা নন, সুইস ফেডারেল অফিস অব জাস্টিসের অভিযানে আরও বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। তাদের সবার নাম-পরিচয় এখনও জানা যায়নি। শুধু এটা নিশ্চিত করা হয়েছে সেপ ব্ল্যাটার কিংবা তার ডেপুটি জেরোমো ভালকে, কেউ এই অভিযানে গ্রেফতার হননি।

আইএইচএস/পিআর