বৃষ্টির পর খেলা শুরু, বরিশালের টার্গেট ৭৫
বরিশাল বুলসের বোলারদের কৃপণতায় মাত্র ১০৪ রানেই আটকে গিয়েছিল রংপুর রাইডার্স। সুতরাং, জয়ের জন্য সহজ লক্ষ্য নিয়েই মাঠে নামলো বরিশাল বুলস। তবুও রংপুরের সমর্থকদের আশা, সাকিব ক্যারিশমায় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে তাদের দল।
তবে শুরুতেই কিন্তু বরিশালের দুই ওপেনার রনি তালুকদার এবং এভিন লুইস ঝড় তোলার চেষ্টা করেন। সেই ঝড় নিমিষে থামিয়ে দিলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। আগের ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করা লুইসকে মাত্র ৪ রানে এলবিডব্লিউতে ফিরিয়ে দিলেন রিয়াজ। দলীয় রান তখন ১৯।
এভিন লুইসের বিদায়ে আশার আলো ফুটেছে রংপুর শিবিরে। তবে শেষ পর্যন্ত ম্যাচের চেহারা কেমন হয় সেটাই দেখার বিষয়। তবে হঠাৎ বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। ৩.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হলো।
তবে, ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। বৃষ্টি খেয়ে ফেলেছে ম্যাচটির সাত ওভারের সময়। ফলে সাত ওভার কেটে নেয়া হয়েছে বরিশাল বুলসের কাছ থেকে। বাকি ১৩ ওভারে তাদের করতে হবে ৭৫ রান।
এ রিপোর্ট লেখার সময় বরিশালের রান ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান। ক্রিজে রয়েছেন রনি তালুকদার ১৬ রান নিয়ে। তার সঙ্গী মেহেদী মারূফ ১ রানে।
আইএইচএস/পিআর