ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যাকগ্রা-মুরালিই সবচেয়ে বিপজ্জনক : দ্রাবিড়

প্রকাশিত: ১১:৫৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

সময়ের সেরা নয় শুধু, ক্রিকেট ইতিহাসেরই সেরা ছিলেন তারা। সময়টাও ছিল দারুণ। ১৯৯৫-৯৬ থেকে শুরু করে ২০১০ সালের আগে-পরে। দারুন দ্বৈরথ জমে উঠেছিল তাদের মধ্যে। কেউ ব্যাট হাতে, কেউ বল হাতে। ইতিহাস সৃষ্টি করা সব পারফরম্যান্স উপহার দিয়েছেন ক্রিকেট পাগল মানুষকে।

বলছি রাহুল দ্রাবিড়, গ্লেন ম্যাকগ্রা এবং মুত্তিয়া মুরালিধরনের কথা। টেস্ট কিংবা ওয়ানডে- ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের উপরের দিকেই নাম থাকবে রাহুল দাবিড়ের। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান (১৩ হাজার ২৮৮) সংগ্রাহক তিনি। ওয়ানডেতে সংগ্রহ ১০ হাজার ৮৮৯ রান। আর লংকান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন তো টেস্ট (৮০০) এবং ওয়ানডে (৫৩৪)- দুই ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকারী। গ্লেন ম্যাকগ্রা ছিলেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ এবং টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।

এই সেরা বোলারদের মোকাবেলা করতে হয়েছে রাহুল দ্রাবিড়কে। শুধু কি ম্যাকগ্রা আর মুরালি! সময়ের প্রায় প্রত্যেকটি সেরা বোলারকেই তো মোকাবেলা করতে হয়েছে তাকে। কিন্তু ম্যাকগ্রা আর মুরালিকেই নিজের ক্যারিয়ারে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করলেন ‘দ্য ওয়াল’।

দিল্লিতে অনুষ্ঠিত মনসুর আলি খান পাতৌদি স্মারক বক্তৃতায় ভারতের জুনিয়র ক্রিকেটের সার্বিক উন্নতি নিয়ে দীর্ঘ বক্তব্য রাখলেন রাহুল দ্রাবিড়। তার আগে ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি স্বীকার করেন, ক্যারিয়ারে মোকাবিলা করা সবচেয়ে কঠিন পেসার ছিলেন গ্লেন ম্যাকগ্রা। তিনি বলেন, ‘সেরা ফর্মের ম্যাকগ্রাকে খেলেছি আমি। পেসারদের মধ্যে সবচেয়ে কঠিন বোলার ছিলেন তিনি। ও যখন ভাল বল করত, তখন নিজের অফস্টাম্প বিচার করা খুব কঠিন হয়ে যেত। তিনি ছিলেন খুবই আক্রমণাত্মক। বিশেষ করে প্রথম কিংবা দ্বিতীয় ওভারে যখন বল করতে আসতেন তিনি, তখন রীতিমত খেলা বিপজ্জনক হয়ে যেতো।’- বলেন দ্রাবিড়।

এতো গেলো পেসারের কথা। স্পিনারদের মধ্যে সবচেয়ে কঠিন কে ছিলেন? দ্রাবিড়ের খেলা সবচেয়ে মারাত্মক স্পিনার ছিলেন মুত্তিয়া মুরলিধরন। মুরালিকে নিয়ে দ্য ওয়ালের মন্তব্য, ‘আমি যে ক’জন বোলারকে মোকাবেলা করেছি, তাদের মধ্যে মুরালিই সম্ভবত সেরা। অসাধারণ স্কিলফুল বোলার ছিলেন তিনি। দু’দিকেই বল ঘোরাতে পারতেন। তা-ও কম নয়, অনেকটা। তাকে বোঝা খুব কঠিন ছিল। অসাধারণ ধারাবাহিক ছিলেন তিনি এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন।’

আইএইচএস/আরআইপি