অলিম্পিকের ব্যাপারে নিশ্চিত তথ্য চান ফেদেরার
করোনাভাইরাসের কারণে এরই মধ্যে প্রথম দফায় এক বছর পিছিয়েছে টোকিও অলিম্পিক। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই আয়োজনের। কিন্তু আবারও করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে অলিম্পিক।
এরই মধ্যে চলতি বছরের অলিম্পিক পিছিয়ে নেয়ার জন্য অন্তত সাড়ে তিন লাখ গণসাক্ষর করা হয়েছে জাপানে। এমন অনিশ্চয়তা আর ভালো লাগছে না টেনিস তারকা রজার ফেদেরারের। তিনি এখন কর্তৃপক্ষের কাছে টোকিও অলিম্পিকের ব্যাপারে নিশ্চিত তথ্য চাইছেনন।
৩৯ বছর বয়সী সুইস তারকা ফেদেরারের বর্ণাঢ্য ক্যারিয়ারে শুধুমাত্র কমতি রয়েছে অলিম্পিক গোল্ড মেডেলের। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অলিম্পিকের এবারের আসর স্থগিত হলেও, কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ফেদেরার।
সুইজারল্যান্ডের লেমাম ব্লিউ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ফেদেরার বলেছেন, ‘এটা কঠিন। আমরা খুব বেশি তথ্য পাচ্ছি না। যে কারণে আমার মনে হচ্ছে যে, অলিম্পিক যথাসময়েই হতে পারে। যদিও আমি শুনতে পেয়েছি যে টোকিওর অনেক মানুষ এই অলিম্পিক গেমসের বিপক্ষে।’
করোনা মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে জাপানে। ধারণা করা হচ্ছে, মে মাসের শেষদিকেই টোকিওসহ অন্যান্য শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু সবকিছু নিয়েই একধরনের অনিশ্চয়তা থাকায় কোনোকিছুই ভাবতে পারছেন না ফেদেরার।
তার ভাষ্য, ‘সত্যি বলতে, আমি জানি না আসলে কী ভাবা উচিত এখন। আমি অলিম্পিকে খেলতে ভালোবাসব, সুইজারল্যান্ডের হয়ে মেডেল জিততে ভালোবাসব। এতে আমার অনেক গর্ববোধ হবে। তবে পরিস্থিতির কারণে এটি না হলেও আমার সমস্যা নেই।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, ক্রীড়াবিদদের একটা সিদ্ধান্ত জানা প্রয়োজন যে এটা (অলিম্পিক) আদৌ হচ্ছে কি না। এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে, অলিম্পিকটা হবে। পরিস্থিতি এখন নাজুক। ক্রীড়াবিদদেরও সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আদৌ যাবে কি না। আমি জানি না আসলে কী অবস্থায় আছে সব।’
এসএএস/জিকেএস