ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারের জন্য বার্সার গচ্ছা ২০ লাখ ইউরো!

প্রকাশিত: ১০:৩০ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিটাই ছিল এ রকম। বার্সায় নাম লেখার ৫ বছরের মধ্যে যদি নেইমারের নাম ফিফা ব্যালন ডি’অরের সেরা তিনের তালিকায় উঠে যায়, তাহলে ২ মিলিয়ন ইউরো অতিরিক্ত আদায় করতে হবে বার্সেলোনাকে। জমা করে দিতে হবে সান্তোসের অ্যাকাউন্টে।

ব্যালন ডি’অরের সেরা তিন ফাইনালিস্টের তালিকায় বার্সার নেইমার ভক্তরা যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি অখুশি হয়েছে কাতালান ক্লাবিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টকে। কারণ, শর্তসাপেক্ষ এই চুক্তির যে শর্ত পূরণ হয়ে গেলো! শর্ত অনুযায় যে এবার সান্তোসকে আরও ২ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে!

এক অর্থে এটাকে কোনভাবেই গচ্ছা বলা যাবে না। আবার যাবেও। কারণ, শর্তের কারণে এই অর্থ দিতেই হবে বার্সাকে। আবার নেইমারের নাম যদি সেরা তিনে না আসতো, তাহলে এই অর্থটা দিতে হতো না।

২০১৩-১৪ মৌসুমে ৫ কোটি ৭০ লাখ ইউরোতে ব্রাজিলের সান্তোস থেকে নেইমারকে দলে ভিড়িয়েছে বার্সা। তবে নেইমার আসলে কত টাকার চুক্তিতে বার্সায় এসেছে, এ বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ, যা বলা হয়, তার চেয়েও নাকি অনেক বেশি অর্থ ব্যয় করে ন্যু ক্যাম্পে আনতে হয়েছে তাকে। এ নিয়ে আদালতে পর্যন্ত মামলা হয়েছে। ফিফা ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করেছে স্প্যানিশ জায়ন্ট ক্লাবটির ওপর।

এদিকে বার্সেলোনার সঙ্গে নতুন ভাবে চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন নেইমার।  এবিষয়ে তার বাবা সিনিয়র নেইমার গত মাসে জানিয়েছিলেন, বার্সেলোনার সাথে নতুন চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। তবে সন্তোষজনক ফল না পেলে নেইমার হয়তোবা স্পেন ছেড়ে চলে যেতে পারেন।

এমআর/আরআইপি