ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে চিটাগাং ভাইকিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করেছে দলটি। তামিম ইকবাল ২৩ এবং কামরান আকমল ১ রান নিয়ে ব্যাট করছেন।

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া একাদশে ফিরেছেন মুক্তার আলী ও ড্যারেন স্যামি। আর এবারের আসরে প্রথম বারের মত খেলতে নেমেছেন মোহাম্মদ নবী। তাদের জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ, সেনানায়েকে, সিমন্স।

অপরদিকে পরিবর্তন হয়েছে চিটাগাং ভাইকিংসেও। দুই ম্যাচ পর আবার একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। এছাড়া পাকিস্তান থেকে কাল রাতেই উড়ে আশা উমর আকমলও রয়েছেন একাদশে। আর একাদশ থেকে বাদ পড়েছেন এনামুল হক জুনিয়র ও এল্টন চিগুম্বুরা।  

এর আগে পাঁচ ম্যাচ খেলে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে অবস্থান করছে চিটাগাং ভাইকিংস। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া কিছু দেখছেন না ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। অপরদিকে পাঁচ ম্যাচে তিনটি জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স।

চিটাগাং ভাইকিংস :
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়,  এনামুল হক জুনিয়র, জিয়াউর রহমান, শফিউল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ আমির, কামরান আকমল, আসিফ হাসান, তিলকারাত্নে দিলশান ও এল্টন চিগুম্বুরা।

রংপুর রাইডার্স :
সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, মোহাম্মদ নবী, মিসবাহ উল হক ও জহিরুল ইসলাম।

আরটি/এমআর/পিআর