ব্যাটিং বিপর্যয়ে চিটাগাং
বরিশাল বুলসের দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে চিটাগাং ভাইকিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৫ উইকেটে ৫১ রান।
এর আগে বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউলাহ এবং শ্রীলঙ্কার সেকুগে প্রসন্নর দায়িত্বশীল ব্যাটিংয়ে সাত উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে দলটি।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগাং। দলীয় ৭ রানে আল আমিনের বলে কুপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ঘরের ছেলে তামিম (৬)। পরের ওভারে কোন রান না করেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন কামরান আকমল।
এরপর দিলশান ও এনামুলের ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে চিটাগাং। তবে ১৯ রান করা দিলশাকে সাজঘরে ফিরিয়ে বরিশাল শিবিরে স্বস্তি এনে দেন তাইজুল। এরপর দ্রুত এনামুল আর চিগুম্বুরা বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পরে ঘরের মাঠে খেলতে নামা চিটাগাং।
আরটি/এমআর/পিআর