ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কেনিয়ার সাত অ্যাথলেট নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:৫০ এএম, ৩০ নভেম্বর ২০১৫

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সাত অ্যাথলেটকে নিষিদ্ধ করেছে কেনিয়া। প্রায় দুই থেকে চার বছর ট্র্যাকে বাইরে কাটাতে হবে এসব অ্যাথলেটদের।

সম্প্রতি গণহারে ডোপিং করায় রাশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। এর পরই নড়েচড়ে বসে অন্য দেশের ফেডারেশনগুলো। এরই ধারাবাহিকতায় গত তিন বছরে এ নিয়ে ডোপপাপী ৪০ অ্যাথলিটকে নিষিদ্ধ করল কেনিয়া।

এদের মধ্যে দুই স্প্রিন্টার ফ্রান্সিসকা কোকি ও জয়েস জাকারিকে গত আগস্টে ডোপপাপের জন্য বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে দেশে ফেরত পাঠায় আইএএএফ। ‘ফিউরোসেমাইড’ নামের শক্তিবর্ধক স্টেরয়েড গ্রহণ করায় এ দুই অ্যাথলিটকে চার বছরের জন্য নিষিদ্ধ করে কেনিয়া অ্যাথলেটিকস।

এমআর/এমএস