ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফ্রিকান কাপ আয়োজন করবে না মরক্কো

প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১২ নভেম্বর ২০১৪

জানুয়ারি মাসের ১৭ তারিখ থেকে মরক্কোতে ২০১৫ সালের আফ্রিকান কাপ অব নেশনস হওয়ার কথা ছিল। কিন্তু ইবোলা ভাইরাসের আশঙ্কায় মাত্র দু মাস আগে মরক্কো হঠাৎ করে আফ্রিকার শীর্ষ এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অপারগতা জানিয়েছে।

মরক্কো তাদের এই সিদ্ধান্ত আফ্রিকান ফুটবল কনফেডারেশন বা ক্যাফকে জানিয়ে দিয়েছে। মরক্কো ভয় পাচ্ছে ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে ফুটবল ফ্যানরা তাদের দেশে এই ভাইরাস ছড়াতে পারে।

এই সিদ্ধান্তে ক্রদ্ধ হয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন বা ক্যাফ মরক্কোকে এবারের এই টুর্নামেন্ট থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। মরক্কোর বদলে অন্য কোন দেশে নির্ধারিত সময়ে এই টুর্নামেন্ট হবে তা এখনও নিশ্চিত নয়।

তবে কায়রোতে ক্যাফ নির্বাহী কমিটির এক বৈঠক থেকে জানানো হয়েছে, বিকল্প আয়োজক হিসাবে অন্য কয়েকটি দেশের আবেদন বিবেচনা করা হচ্ছে। সিয়েরা লিওন এবং লাইবেরিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ইবোলায় আক্রান্ত হয়ে প্রায় হাজার পাঁচেক লোক মারা গেছে।