ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চান তামিম

প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৯ নভেম্বর ২০১৫

চার ম্যাচের তিনটিতে হার। একটি জয় তাও শেষ বলে নুন্যতম ব্যবধানে। ঢাকায় প্রথম পর্ব মোটেও ভালো কাটেনি চিটাগাং ভাইকিংসের। তাই ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে জ্বলে উঠতে চান বলে জানান দলটির অধিনায়ক তামিম ইকবাল।

রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে তামিম বলেন, ‘প্রথম পর্ব আমাদের খুব ভালো কাটেনি। খুব ক্লোজ কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের জেতা উচিত ছিল, কিন্তু হেরে গেছি। তবে যেটা চলে গেছে, সেটা অতীত। এখন আমাদের ঘরের মাঠ, নিজেদের দর্শক। একটু বাড়তি সুবিধা থাকবেই। এই চারটা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোমবারের ম্যাচ। জয়ে শুরু করতে পারলে ভালো হয়।”

ঘরের মাঠ হলেও দিনশেষে ভালো খেলেই জিততে হবে জানিয়ে তামিম আরও বলেন, ‘চিটাগং খেলছে চিটাগংয়ে, এটা বড় ব্যাপার। আর ঢাকায় যেভাবে ঢাকা দলকে সমর্থন করা হয়ছে, আমাদেরও এখানে সেভাবে সমর্থন জানানো হবে। তাই বাড়তি একটা প্রেরণা কাজ করবে। তবে দিনশেষে ভালো খেলেই জিততে হবে।’

প্রথম পর্বের দিকে না তাকিয়ে আগামী ম্যাচ নিয়ে ভাবছেন বলে জানান তামিম। এখানকার উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে বলে আশাবাদী তিনি। ১৮০-১৯০ না হলেও নিয়মিত ১৬০-১৭০ হওয়া উচিত বলে মনে করেন এই ওপেনার। তবে ঘরের মাঠ হলেও এই উইকেটে তিনি ছাড়াও সবাই সমানই বুঝবেন বলে জানান তামিম। দিনশেষে মানসিকভাবে এগিয়ে থাকাকে গুরুত্বপূর্ণ মনে করছেন এই টাইগার।

‘উইকেট আমি যতটুকু বুঝবো, অন্য দলও ততটাই বুঝবে। সেদিক থেকে এগিয়ে থাকার সুযোগ নেই। এটা মানসিক ব্যাপার। মানসিকভাবে এগিয়ে থাকা, চাঙা থাকার ব্যাপার।’ যোগ করেন তামিম।

আরটি/একে/আরআইপি